রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
করোনায় গত মার্চ থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বিকল্প হিসেবে প্রায় সর্বত্র অনলাইনে ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। সরকারি ব্যবস্থাপনায় সংসদ টিভি ও অনলাইন ক্লাস নেয়া হচ্ছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের আওতায় জেলাগুলোর অনলাইন ক্লাস কাউন্ট করে নিয়মিত আপলোড করা হচ্ছে। তাদের এবং শিক্ষক বাতায়নের তথ্য অনুযায়ী, রাজবাড়ী জেলা দেশের মধ্যে প্রথম অবস্থানে রয়েছে।
প্রতিদিন শিক্ষকরা অনলাইনে শিক্ষাদান কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এতে প্রতিষ্ঠান বন্ধ থাকলেও শিক্ষার্থীরা শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে সক্ষম হচ্ছে। এ জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি অনলাইন ক্লাস গ্রহণ করেছে ঐতিহ্যবাহী ভান্ডারিয়া সিদ্দিকিয়া কামিল মাদরাসা। এ মাদরাসার শিক্ষক বাতায়নে আপলোড ক্লাসের সংখ্যা গত ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ৬৯৩ এবং দ্বিতীয় স্থানে রয়েছে রাজবাড়ী ইয়াসিন উচ্চ বিদ্যালয়। তাদের ক্লাসের সংখ্যা ৬৬০ টি।
মাদরাসার অধ্যক্ষ আবুল এরশাদ মোহাম্মদ সিরাজুম মুনির জানান, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার পরপরই আমরা অনলাইনে ক্লাস করার চিন্তা করি। এ লক্ষ্যে মার্চে পরীক্ষামূলক ২/৩টি ক্লাস করানো হয়। পরবর্তীতে জুনে পুরাদমে অনলাইনে ক্লাস শুরু হয়। আশা করছি অতি দ্রুত অনলাইন পরীক্ষা গ্রহণ করতে সক্ষম হবো, ইনশাআল্লাহ।
জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) শামসুন্নাহার চৌধুরী বলেন, অনলাইন ক্লাসের ক্ষেত্রে রাজবাড়ী জেলা দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে, এটা আমাদের জন্য গর্বের। এ পর্যন্ত জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রায় ৫ হাজারের অধিক ক্লাস নেয়া হয়েছে। এক্ষেত্রে রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুশফিকুর রহমান-এই দু’জনের অবদান সবচেয়ে বেশি। তাদের আন্তরিক সহায়তার জন্য আজ আমরা দেশসেরা হতে পেরেছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।