Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইএসের হুমকিতে আফগানিস্তান ছাড়ছে হিন্দু ও শিখরা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০২০, ৪:৪৮ পিএম

আফগানিস্তানে একদিকে তালেবানের তাণ্ডব অন্যদিকে আইএস জঙ্গিদের হুমকি- এই দুইয়ের মাঝে পড়ে দুর্বিষহ হয়ে ওঠেছে শিখ ও হিন্দু সম্প্রদায়ের মানুষের জীবন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে দেশটির সরকার ব্যর্থ হওয়ায় ও ভারতের নতুন নাগরিকত্ব আইনের সুযোগ নিতে জন্মভূমি ত্যাগ করছে তারা।

দেশত্যাগের ফলে আফগানিস্তানে গত কয়েক বছরে শিখ ও হিন্দুদের সংখ্যা আড়াই লাখ থেকে কমে বর্তমানে ৭০০জনের কাছাকাছি হয়ে গিয়েছে। এ প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক শিখ সম্প্রদায়ের এক ব্যক্তি বলেন, ‘দীর্ঘদিন ধরেই এখানকার মানুষরা আমাদের ওপর অত্যাচার করে আসছে। কিছুদিন ধরে তা আরও বেড়েছে। পরিস্থিতি এমন জায়গায় গিয়েছে যে রাস্তায় বের হলেও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে প্রাণে মারার হুমকি দেয়া হচ্ছে। সরকারকে সবকিছু জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না।’ তিনি বলেন, ‘বাধ্য হয়ে আফগানিস্তান ছেড়ে চলে যাচ্ছেন সবাই। গত মার্চে আমাদের একটি গুরুদ্বারে হামলা চালায় আইএস জঙ্গিরা। এর ফলে আমার বোন, ভাতিজা ও জামাই-সহ সাত জন আত্মীয়ের মৃত্যু হয়েছে। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে আমাদেরও খুব তাড়াতাড়ি এ দেশ ছেড়ে চলে যেতে হবে।’

বিদেশে বসবাসকারী শিখ সম্প্রদায়ের এক নেতা চরণ সিং খালসা বলেন, ‘গত তিন বছর আফগানিস্তানের সমস্ত নাগরিককে খুব বাজে পরিস্থিতির মধ্যে দিয়ে দিন কাটাতে হয়েছে। তার মধ্যে সবচেয়ে খারাপ ছিল শিখ ও হিন্দুদের অবস্থা। এর ফলে বেশিরভাগ মানুষ নিজেদের জন্মভূমি ছেড়ে অন্য দেশে পালাতে বাধ্য হয়েছেন।’ তিনি বলেন, ‘দু’বছর আগে কাবুলে আমার ভাইকে অপহরণের পর গুলি করে খুন করে জঙ্গিরা। এরপরই পুরো পরিবারসহ আফগানিস্তান ছেড়ে আসতে বাধ্য হই। ছোট্ট একটি সম্প্রদায়ের উপর এই ধরনের অত্যাচার কোনোদিন মেনে নেওয়া যায় না।’

এদিকে, ২০১৯ সালের নতুন নাগরিকত্ব আইন নিয়ে কম পানিঘোলা হয়নি ভারতেও। তবে বিরোধ সত্ত্বেও সেখানে এই আইন জারি করা হয়েছে। নিয়ামানুসারে এবার থেকে ১১ বছর নয়, আফগানিস্তান থেকে শিখ এবং হিন্দুরা ভারতে ৫ বছর টানা থাকলেই তাদের নাগরিকত্ব দেবে ভারত সরকার। যদিও এই আইনের উপর এখনও কাজ করে চলেছে স্বরাষ্ট্রমন্ত্রণালয়। তাই যেমন বলা তেমন কাজ কতটা ফলপ্রসু হবে সে বিষয়ে কিছুটা সন্দেহ রয়েছে ওয়াকিবহাল মহলের। সূত্র: টিওআই।



 

Show all comments
  • মোঃ দুলাল মিয়া ২৮ সেপ্টেম্বর, ২০২০, ৬:৩৮ পিএম says : 0
    আমি মনে করি আই এস ভালো সিদ্ধান্ত নিয়েছে। আবার তার উদাহরণ ওদিতেছি।ছোট সম্পদায় এখন কিছু দিন পরে বড় হবে হয়ে মুসলমানদের নির্যাতন করবে।যেমন ভারতে নবাবদের ভুলের কারনে মুসলমানদের এই দুরবস্থা। হিনদুরা ও তখন ছিল ছোট সম্পদায়ের এই সময় তাদেরকে মোগলরা সমস্ত অধিকার দিয়েছে কিন্তু আজ মুমুসলিমরা আজ যেখানে সেখানে অত্যাচারীত কেন।
    Total Reply(0) Reply
  • মোঃ দুলাল মিয়া ২৮ সেপ্টেম্বর, ২০২০, ৬:৩৮ পিএম says : 0
    আমি মনে করি আই এস ভালো সিদ্ধান্ত নিয়েছে। আবার তার উদাহরণ ওদিতেছি।ছোট সম্পদায় এখন কিছু দিন পরে বড় হবে হয়ে মুসলমানদের নির্যাতন করবে।যেমন ভারতে নবাবদের ভুলের কারনে মুসলমানদের এই দুরবস্থা। হিনদুরা ও তখন ছিল ছোট সম্পদায়ের এই সময় তাদেরকে মোগলরা সমস্ত অধিকার দিয়েছে কিন্তু আজ মুমুসলিমরা আজ যেখানে সেখানে অত্যাচারীত কেন।
    Total Reply(0) Reply
  • alu ২৯ সেপ্টেম্বর, ২০২০, ৫:২৯ পিএম says : 0
    ভারতের মুসলিম দের উপর অত্যাচার করার কারনে আই এস এটা করতাসে মনে হয়।ভারতের উচিত এখনই নিজেকে সুধ্রাইয়া নেয়া।
    Total Reply(0) Reply
  • alu ২৯ সেপ্টেম্বর, ২০২০, ৫:৩০ পিএম says : 0
    অবশ্য এইটা ইন্ডিয়ার চাপাবাজিও হইতে পারে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হিন্দু ও শিখ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ