মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জাতিসংঘে কথা বলার সময় গ্রিসের প্রধানমন্ত্রী পূর্ব ভূমধ্যসাগরে তেল ও গ্যাস ইস্যুতে আঙ্কারার সঙ্গে সমাধান চেয়েছেন।তুরস্কের সঙ্গে কূটনৈতিকভাবে সমস্যা মিটিয়ে নিতে চান গ্রিসের প্রধানমন্ত্রী কাইরিয়াকোস মিটসোটাকিস। প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার ব্যাপারে তিনি বেশ আশাবাদী। জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভার্চুয়ালি যোগ দিয়ে কাইরিয়াকোস বলেন, পানিবিদ্যুৎ উৎপাদনের জন্য তুরস্ক আগ্রাসন চালিয়ে যাচ্ছে। তার পরেও আমি আশাবাদী। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোগানকে উদ্দেশ্য করে তিনি বলেন, আসুন দেখা করি, কথা বলি এবং পারস্পরিক গ্রহণযোগ্য সমাধান করি। কূটনৈতিকভাবে সমাধানের সুযোগ দেন। তিনি আরো বলেন, আমরা যদি সবকিছুর পরে একমত হতে না পারি, সে ক্ষেত্রে হেগ এর আন্তর্জাতিক আদালতে যাওয়া যেতে পারে। অপর এক খবরে বলা হয়, ছয় বছর আগে কুর্দিপন্থী বিক্ষোভের জেরে এক মেয়রসহ ৮২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তুরস্ক কর্তৃপক্ষ। স্থানীয় সময় শুক্রবার এ পরোয়ানা জারি করা হয়। মূলত সিরীয় কুর্দি শহর কোবানে আইএস জিহাদিরা দখল করে নেয়ার পর ২০১৪ সালের অক্টোবরে এ বিক্ষোভ দেখা দেয়। আঙ্কারার প্রধান পাবলিক প্রসিকিউটরের অফিস থেকে এক বিবৃতিতে বলা হয়, তুরস্কের রাজধানী ও অন্য ছয় প্রদেশে পুলিশ ৮২ জন সন্দেহভাজনকে গ্রেফতারে নেমেছে। তবে প্রসিকিউটরের অফিস থেকে এ ৮২ জনের বিরুদ্ধে ঠিক নির্দিষ্ট কী অভিযোগ রয়েছে তা জানানো হয়নি। কিন্তু বলা হয়েছে, ওই বিক্ষোভের সময় খুন, খুনের চেষ্টা, চুরি, সম্পদ ধ্বংস, অগ্নিসংযোগ ও লুটের মতো অপরাধ সংঘটিত হয়েছে। এছাড়া তুরস্কের পতাকা পুড়িয়ে ফেলার পাশাপাশি আহত হয়েছিল ৩২৬ জন তুর্কি নিরাপত্তাকর্মী ও ৪৩৫ জন বেসামরিক মানুষ। এদিকে এ গ্রেফতারি পরোয়ানায় প‚র্বাঞ্চলের শহর কারসের মেয়র আয়হান বিলগেনেরও নাম রয়েছে। বিলগেন ২০১৯ সালে স্থানীয় নির্বাচনে জয়ী হন। তিনি মূলত কুর্দিপন্থী পিপলস ডেমোক্রেটিক পার্টির (এইচডিপি) হয়ে এ নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। আর এইচডিপি তুরস্কের সংসদের দ্বিতীয় বৃহত্তম বিরোধী গোষ্ঠী। গত মাসে এইচডিপির পক্ষ থেকে বলা হয়েছিল, নির্বাচনের মধ্য দিয়ে দলটির ৬৫ জন মেয়র ফিরে এসেছিলেন। আল-জাজিরা,এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।