Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবহৃত কনডম নতুন মোড়কে বিক্রি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৫ এএম

অভিনব এক জালিয়াত চক্র ধরা পড়েছে ভিয়েতনামের পুলিশের হাতে। ব্যবহৃত কনডম ধুয়ে শুকিয়ে পুনরায় প্যাকেটে সিল করে চলছিল বিক্রি। একটি কারখানা থেকে প্রায় তিন লাখ ৪৫ হাজার ব্যবহৃত কনডম উদ্ধার করেছে ভিয়েতনামের পুলিশ। এ ঘটনায় কারখানার মালিক ৩৪ বছর বয়সী এক নারীকে আটকও করা হয়েছে। ভিয়েতনামের রাষ্ট্রীয় টিভি চ্যানেল ভিটিভির বরাত দিয়ে সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে। পুলিশ জানায়, আটক নারীকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, ব্যবহার করে ফেলে দেওয়া কনডম সংগ্রহ করে সেগুলো প্রথমে গরম পানিতে ধোয়ার পর ভালো করে শুকিয়ে প্রয়োজনীয় কিছু জিনিস মাখিয়ে ভরা হতো নতুন প্যাকেটে। তারপর তা বিক্রির জন্য দোকানে চলে যেত। অনেক দিন ধরেই ভিয়েতনামের কিছু অঞ্চলে রমরমিয়ে চলছিল এই ব্যবহৃত কনডমের ব্যবসা। গোপন সূত্রে এই জালিয়াত চক্রের খবর পেয়ে সম্প্রতি ভিয়েতনামের দক্ষিণ বিন দুয়ং প্রদেশের একটি গুদামঘরে অভিযান চালায় পুলিশ। ওই গুদামে বহু ব্যবহৃত কনডম ও কনডম ধুয়ে প্যাকের পর অনেক সিল করা প্যাকেট মিলেছে। বাজেয়াপ্ত কনডমের পরিমাণ ৩৬০ কেজি, যা বড় বড় ব্যাগে ভরে ওই ঘরে রাখা ছিল। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্যবহৃত-কনডম
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ