Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাজারো ব্রিটিশ শিক্ষার্থী প্রতিকূল পরিস্থিতিতে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৫ এএম

ব্রিটেনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও ফ্লাটে লকডাউন হয়ে আছেন কয়েক হাজার শিক্ষার্থী। সেখানে তাদেরকে অবস্থান করতে হচ্ছে নানা প্রতিক‚ল পরিস্থিতির মধ্যে। তাদের অভিযোগ পর্যাপ্ত সাপোর্ট বা সহযোগিতা করা হচ্ছে না। শুধু ম্যানচেস্টার মেট্রোপলিটন ইউনিভার্সিটিতেই সেলফ-আইসোলেশনে রয়েছেন ১৭০০ শিক্ষার্থী। একই রকম কাহিনী ইউনিভার্সিটি অব গ্লাসগো’তে। লন্ডনের অনলাইন মিরর এ খবর দিয়ে বলছে, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুরু হতে যাচ্ছে, এই কথা বলে শিক্ষার্থীদের ক্যাম্পাসে থাকতে উৎসাহিত করা হচ্ছে। এমনটা দাবি করে উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। কয়েক মাসের লকডাউন শেষে বিশ্ববিদ্যালয়গুলোতে প্রথম বর্ষের একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার কথা। এ সময় শিক্ষার্থীরা নতুন বন্ধু খুঁজে নেন, শুরু করেন নতুন ও স্বাধীন এক জীবন। তারা নিজেদের বাড়ি ছেড়ে দূরে অবস্থান করেন বিশ্ববিদ্যালয়ের ডর্মে বা আবাসিক কোনো ভবনে। কিন্তু দ্বিতীয় দফা করোনা সংক্রমণ তাদের ভাগ্যকে যেন দ্বিতীয়বার নিষ্ঠুরভাবে চেপে ধরেছে। দ্বিতীয় সংক্রমণে বিভিন্ন শহরে দেয়া হয়েছে বিধিনিষেধ। এ সময়ে আবাসিক ভবনে বা ডর্মে সেলফ-আইসোলেশনে থাকা শিক্ষার্থীরা জানালা দিয়ে নানা রকম চিহ্ন সম্বলিত ব্যানার শো করছেন। তাতে লেখা ‘হেল্প’। আবার কোনটিতে লেখা ‘সেন্ড ফুড’। অর্থাৎ তারা সাহায্য চাইছেন অথবা তাদের কাছে খাদ্য পাঠাতে বলা হচ্ছে। অনলাইন মিরর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্রিটিশ-শিক্ষার্থী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ