মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রাজতন্ত্র সংস্কারের দাবিতে থাইল্যান্ডের রাজার জার্মান প্রাসাদের বাইরে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে একদল থাই অ্যাক্টিভিস্ট। শুক্রবারের ওই বিক্ষোভ থেকে রাজা মহাভিজিরালোংকর্নের প্রাসাদের বাইরে একটি প্রতীকী ফলক লাগিয়ে দেওয়া হয়। এতে লেখা ছিল থাইল্যান্ড তার জনগণের। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। বৃষ্টি উপেক্ষা করেই বিক্ষোভে অংশ নেয় অ্যাক্টিভিস্টরা। আয়োজক সংগঠন অ্যাকশন ফর পিপলস ডেমোক্র্যাসির জুনিয়া লিমপ্রাসার্ট বিক্ষোভকারীদের সামনে রাজার উদ্দেশে লেখা একটি লিখিত চিঠি পড়ে শোনান। এতে বলা হয়, থাই জনগণ এমন কাউকে রাজা হিসেবে চায় না; যিনি বছরের অধিকাংশ সময় জার্মানিতে পড়ে থাকবেন। চিঠিতে থাইল্যান্ডে আরও অধিক গণতন্ত্রেরও দাবি জানানো হয়। জুনিয়া লিমপ্রাসার্ট বলেন, ‘আমরা চাই রাজা সিংহাসন ছেড়ে দেবেন এবং জনগণকে হয়রানি করা বন্ধ করবেন।’ এ বিক্ষোভের বিষয়ে জার্মানিতে নিযুক্ত থাই দ‚তাবাসের কোনও বক্তব্য পাওয়া যায়নি। রাজপ্রাসাদের পক্ষ থেকেও কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানানো হয়েছে। থাইল্যান্ডের রাজার প্রতি দেশটির জনগণের ক্ষোভ দীর্ঘদিনের। রাজতন্ত্র বিলোপ বা সংস্কারের দাবিও অনেক পুরনো। গত জুলাইয়ে যখন রাষ্ট্রীয়ভাবে রাজা মহাভিজিরালোংকর্নের ৬৮তম জন্মদিন উদযাপন করা হচ্ছিল তখনও দেশটিতে রাজতন্ত্র অবসানের জোরালো দাবি উঠে। রাজা মহাভাজিরালোংকর্ন করোনা-সংকট ভয়াবহ রূপ নেওয়ার আগেই অবকাশ যাপনের জন্য জার্মানিতে পাড়ি দেন। ফলে গত জুলাইয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে নিজের জন্মদিনের রাষ্ট্রীয় আয়োজনেও তিনি থাকতে পারেননি। এদিন রাজধানী ব্যাংককে প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচার নেতৃত্বে মন্ত্রিপরিষদ রাজার প্রতি অনুগত থেকে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। প্রথা অনুযায়ী ৬৯ জন বৌদ্ধ ভিক্ষুর উপস্থিতিতে এ আনুষ্ঠানিকতা শেষ হয়। তবে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার বাইরে এদিন রাজপথে জড়ো হয়ে রাজার বিরুদ্ধে স্লােগান তোলে রাজতন্ত্র বিরোধীরা। অনেকের হাতে ছিল রাজতন্ত্র অবসানের দাবিতে লেখা প্ল্যাকার্ড। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।