বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ট্রাকে এসে একটি এগ্রো ফার্মে ঢুকে নৈশ প্রহরীকে বেঁেধ প্রহার করে ৯ টি বড় ষাড় গরু ডাকাতি করেছে একদল ডাকাত।
শুক্রবার রাতে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের দিঘলদী গ্রামের আজাদ খান সোহাগ ও হাসান আল মামুনের মালিকানাধীন আজাদ আগ্রো ফার্মে এ ডাকাতি সংঘটিত হয়। ৯টি গরুর দাম প্রায় ১৫ লক্ষ টাকা বলে জানায় মালিকপক্ষ।
ডাকাত এসময় হাত পা বেধে হাতুড়ি দিয়ে পিটিয়ে দুই নৈশ প্রহরী রফিক ও রিফাতকে মারাত্মক জখম করে।
নৈশ প্রহরীরা জানায়,১০/১৫ জনের একদল ডাকাত রাত ২টার দিকে ট্রাক নিয়ে এসে আমাদের বেধে হাতুড়ি দিয়ে পেটায়। পরে তারা ফার্মের ৪০টি গরুর মধ্যে বড় ৯টি ষাড় ট্রাকে করে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ডাকাতি হওয়া গরুগুলো উদ্ধারে কাজ শুরু হয়েছে। ডাকাতদেরও দ্রুত গ্রেফতার করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।