সাতক্ষীরার কালিগঞ্জের পল্লীতে মুদি ব্যবসায়ীর বাড়ীতে দূর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ ১০ লক্ষ টাকা লুঠ হয়েছে। ঘটনাটি উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের হোসেন পুর গ্রামের মুদী ব্যবসায়ী খলিলুর রহমানের বাড়ীতেই ঘটেছে। তিনি মৃত কুরবান আলীর ছেলে।
স্থানীয় ইউপি সদস্য ও থানা পুলিশ সুত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত দেড়টার দিকে ৮/১০ জনের ডাকাত দল বারান্দার ও ঘরের দরজার তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। অস্ত্র দেখিয়ে খলিলুর রহমানসহ ঘরে থাকা সকলকে বেঁধে ফেলে তারা। এ সময় ঘরে থাকা ব্যবসার নগদ ৮ লক্ষ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইলসহ ১০ লক্ষ টাকা লুঠ করে নিয়ে যায়। বাঁধা দেওয়ায় ব্যবসায়ী খলিলুর রহমানকে বেধড়ক পিটিয়েছে ডাকাত দল।
খবর পেয়ে রাতেই কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমানসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পৌছায়। বিষয়টি নিয়ে কৃষ্ণনগর ইউনিয়নে ডাকাত আতংক সৃষ্টি হয়েছে।