Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে মাদকাসক্ত ছেলে হাতে বাবা খুন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০২০, ১০:২৩ এএম
রাজধানীর দক্ষিণখানে মাদকাসক্ত সৎ ছেলে ইয়াসিনের হাতে খুন হয়েছে বাবা মোহর উদ্দীন মিলন (৪০)।
 
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে দক্ষিণখান থানার কোটবাড়ি চড়ইটেক এলাকায় নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
 
নিহতের ভাই হৃদয় জানায়, আগের স্ত্রী মারা যাওয়ায় মোহর উদ্দীন মিলন ছেলে ইয়াসিনের মাকে বিয়ে করেন। ইয়াসিন মাদকাসশক্ত হওয়ায় প্রায় তাদের মধ্যে বিবাদ হতো। শুক্রবার রাতে বিবাদের এক পর্যায়ে ইয়াসিন ছুরি দিয়ে মোহর উদ্দীনকে আঘাত করে। এসময় গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত সাড়ে ১০টায় মারা যান তিনি।
 
হৃদয় আরো জানান, তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার কোতোয়ালিতে। তার বাবার নাম মোহাম্মদ আলী।
 
ঢাকা মেডিকেলের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ