বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
উপজেলা নির্বাহী অফিসারের বিরুদ্ধে মানববন্ধন, সংবাদ সম্মেলন এবং পরিষদের আওতাধীন ২০২০-২১ অর্থবছরে এডিপির বরাদ্দকৃত টাকা ব্যয় না করণসহ চারটি অভিযোগ এনে শিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি হারুনুর রশিদ খানের বিরুদ্ধে কারণ দর্শাও নোটিশ জারি করা হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, উপজেলা পরিষদ (সংশোধন) আইন লঙ্ঘনের দায়ে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না মর্মে এই কারণ দর্শাও নোটিশ জারি করা হয়। মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ উপজেলা-২ শাখার উপ সচিব মোহাম্মদ জহিরুল ইসলাম স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, উপজেলা পরিষদের মাসিক সভার কার্যবিবরণী উপজেলা নির্বাহী অফিসারের পরিবর্তে উপজেলা সমাজসেবা অফিসারের মাধ্যমে লিপিবদ্ধ করার জন্য পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। উপজেলা পরিষদের মাসিক সভার কার্যবিবরণী উপজেলা চেয়ারম্যান হিসেবে নিজেই স্বাক্ষর করে বিধি বিধান লঙ্ঘন করে নিজেই পুনরায় পৃষ্ঠাঙ্কন করেছেন। উপজেলা নির্বাহী অফিসার পরিচালিত উপজেলা হাট-বাজার তহবিল সংক্রান্ত ব্যাংক হিসাব নাম্বার উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারের যৌথ স্বাক্ষরে পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ। ব্যক্তিগত আক্রোশে উপজেলা নির্বাহী অফিসারের বিরুদ্ধে মানববন্ধন সংবাদ সম্মেলনসহ উপজেলা আশ্রায়ন প্রকল্পের জমি আছে ঘর নেই বিষয়ে অসত্য বক্তব্য দিয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করা হয়েছে। এ বিষয়ে উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না তা আগামী ১০ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য নির্দেশক্রমে বলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।