Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যানের ইন্তেকাল

তথ্যমন্ত্রীর শোক

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০২০, ১২:০১ এএম

করোনায় আক্রান্ত চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি খলিলুর রহমান চৌধুরী (৯৪) গতকাল নগরীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। চিকিৎসকরা জানান, গত মঙ্গলবার তার করোনা পজেটিভ আসে। এর আগে গত ২৮ জুন করোনায় আক্রান্ত তার তৃতীয় পুত্র মাহফুজুর রহমান চৌধুরী মারা যান।
এদিকে বর্ষিয়ান এই আওয়ামী লীগ নেতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। তিনি বলেন, দলের দুঃসময়ে নেতাকর্মীদের আগলে রেখে প্রতিপক্ষ রাজনৈতিক দলের নানা ঘাত প্রতিঘাত মোকাবেলা করেছিলেন তিনি। তার ইন্তেকালে আওয়ামী লীগ হারিয়েছে বঙ্গবন্ধুর একজন পরীক্ষিত সৈনিক রাঙ্গুনিয়াবাসী হারিয়েছেন প্রকৃত অভিভাবককে। তিনি তার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ