Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় মারা গেলেন রাউজানের আরও এক ওমান প্রবাসী

রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ৭:৪১ পিএম

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাউজানের আরও এক ওমান প্রবাসীর মৃত্যু হয়েছে। ওই প্রবাসীর নাম মোহরম মিয়া (৪২)। তিনি উপজেলার ৭ নম্বর সদর রাউজান ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম রাউজান মাঝিপাড়া গ্রামের মরহুম এজাহার মিয়ার দ্বিতীয় ছেলে।
মরহুমের বোনের স্বামী আবু তৈয়ব ও প্রতিবেশী জামাল উদ্দিন জানান ‘গত একমাস আগে করোনা আক্রান্ত হয়ে ওমানের একটি হাসপাতালে ভর্তি হন মোহরম। হাসপাতালে ভর্তিবস্থায় গত বুধবার (২৩ সেপ্টেম¦র) বাংলাদেশে সময় রাত ২টার দিকে তিনি মারা যান।’
তিনি করোনাসহ কিডনী জটিলতায় ভুগছিলেন বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে। এদিকে মোহরমের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে পুরো পরিবার ও প্রতিবেশীদের মাঝে। শোকে মুষড়ে পড়েছেন তার স্বজনরা। মোহরম ২ ছেলে ১ মেয়ের জনক। স্বজনরা জানান ‘ওমানে মোহরমের ব্যবসা প্রতিষ্ঠান ছিল। সর্বশেষ আড়াইবছর আগে তিনি দেশ থেকে ওমানে গিয়েছিলেন’।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ