Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিন নম্বরে ব্যাটিং করতে চান মিঠুন

প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করেও জাতীয় দলে তার জায়গাটা কালে-ভদ্রে। উইকেট কিপার কাম ব্যাটসম্যান হিসেবে মুশফিকুর রহিম, এনামুল হক বিজয় এবং লিটন দাস আছেন বলেই আন্তর্জাতিক ক্যারিয়ারে উইকেট কিপার পরিচয়ে দেখা যাচ্ছে না তাকে। ব্যাক আপ ক্রিকেটারের স্টিকারটা লেগে গেছে মিঠুনের গায়ে। ২০১৪ সালে ভারতের বিপক্ষে হোমে ওয়ানডে সিরিজে অভিষেক, সেই সিরিজে ২টি ম্যাচই ৫০ ওভারের আন্তর্জাতিক ক্যারিয়ারে তার সম্বল। টি-২০তে সেখানে খেলেছেন ১২টি ম্যাচ।
ব্যাক আপ ক্রিকেটার বলেই ব্যাটিং অর্ডারে তার পজিশনটা স্থির নয়। আন্তর্জাতিক ক্যারিয়ারের অভিষেকে ৪৭ রান করেও এই পজিশনটা তার স্থির হয়নি। কখনো ওপেনিংয়ে, কখনোবা ছয়-সাত নম্বরে ব্যাট করতে হয়েছে তাকে। জাতীয় দলের একাদশে সুযোগ পাওয়াটা ভাগ্য বলেই মেনে নিয়েছেন তাÑ‘আসলে এটাই জীবন। সাকিব ভাই, তামিম ভাই মুশফিক ভাই যারা আছেন, তারা প্রমাণ করেই দলে আছেন। আমাকেও কোনো না কোনো জায়গা সেট করতে হলে সেই পজিশনে আমাকে ভালো করতে হবে।  ঘরোয়া লিগে আমি ওপেনিংও করেছি, ওয়ানডাউন করেছি, টু ডাউন করেছি। দলের প্রয়োজনে আমাকে যখন যেখানে ব্যাটিং করার দরকার হয়, তা করি আমি।’
তবে পছন্দের জায়গাটা যে তিন নম্বরে, তা উল্লেখ করেছেন মিঠুনÑ‘তিনে খেলতে পছন্দ করি। লঙ্গার ভার্সনে যেহেতু আমি কিপিং করি। আর কিপিং করে তিনে ব্যাটিং একটু কঠিন তাই সেখানে আমি পাঁচে ব্যাট করি। জাতীয় লিগ বা বিসিএলে আমার নির্ধারিত জায়গা পাঁচ অথবা চার নম্বরে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তিন নম্বরে ব্যাটিং করতে চান মিঠুন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ