নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোটর্স রিপোর্টার : বাংলাদেশের কৃতী গলফার সিদ্দিকুর রহমানের অলিম্পিক শুরু হচ্ছে আজ। বাংলাদেশ সময় বিকাল সাড়ে চারটায় রিও অলিম্পিক গলফের গ্রিন কোর্সে নামছেন তিনি। অলিম্পিক গেমসের ইতিহাসে বাংলাদেশ থেকে এই প্রথম সরাসরি খেলার কৃতিত্ব অর্জন করলেন সিদ্দিকুর। তাই তো লাল-সবুজের এই গলফার রিও অলিম্পিককে স্মরণীয় করে রাখতে চান। আসরে ভালো করে দেশের মান বাড়াতে চান। রিও অলিম্পিক গেমস শুরুই আগেই ব্রাজিলে জিকা ভাইরাস আতঙ্কে বিশ্বসেরা গলফাররা আসর থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেন। ফলে র্যাঙ্কিংয়ের নিচের সারির গলফারদের সামনে আসে সুবর্ণ সুযোগ। অলিম্পিকে ভালো করার প্রত্যাশা দৃঢ় হয় তাদের। আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন এই গলফাররা। রিওতে বিশ্বসেরা গলফাররা না থাকায় আতœবিশ্বাস বেড়ে যায় বাংলাদেশের সিদ্দিকুর রহমানেরও। আজ গ্রিন কোর্সে প্রথমেই টি-অফ করবেন ব্রাজিলের অ্যাডিলসন দ্য সিলভা, কানাডার গ্রাহাম ডিলায়েট ও দক্ষিণ কোরিয়ার বাইংঘন। টি অফে সিদ্দিকুরের গ্রুপে রয়েছেন নেদারল্যান্ডসের জোস্ট লুইটেন ও পর্তুগালের রিকার্ড গুভেইরা। এই দু’জনের বিশ্ব র্যাঙ্কিং যথাক্রমে ৬৫ ও ১২৫তম। আর র্যাঙ্কিংয়ে বাংলাদেশের সিদ্দিকুরের বর্তমান অবস্থান ৩০৮তম। খেলার আগে দেশবাসীর দোয়া নিয়ে মাঠে নামতে চান তিনি। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সিদ্দিকুর বলেন, ‘ভালো খেলার ব্যাপারে আমি আত্মবিশ্বাস। রিওতে নিজ ক্যারিয়ারের সেরাটা খেলতে পারলে সম্মানজনক স্কোর আশা করা যায়। এ জন্য আমি দেশবাসীর কাছে দোয়া চাই।’
অলিম্পিক গেমসের ইতিহাসে প্রায় ১১২ বছর পর রিও’তে আবার ফিরে এসেছে গলফ। অলিম্পিকে গলফ ডিসিপ্লিন প্রথম অন্তর্ভূক্ত হয়েছিল ১৯০০ সালে। ওই বছর প্যারিস অলিম্পিকে ডিসিপ্লিন ছিল ২০টি। গলফ ছাড়াও ক্রিকেটকে অন্তর্ভুক্ত করেছিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। অলিম্পিকে গলফের প্রথম আসরে স্বর্ণ জেতেন আমেরিকার চার্লস স্যান্ডস। রুপা পেয়েছিলেন যুক্তরাজ্যের ওয়াল্টার রাদারফোর্ড। আর ব্রোঞ্জ গেছে আরেক বৃটিশ গলফার ডেভিড রবার্টসনের দখলে। প্যারিস অলিম্পিকে গলফের মহিলা ইভেন্টে তিনটি পদকই আমেরিকার গলফাররা জিতে নেন। স্বর্ণ মার্গারেট অ্যাবোটের, রুপা পলিন হুইটারের এবং ব্রোঞ্জ শোভা পায় ড্যারিয়া প্রাটের গলায়। তবে মার্গারেট ছিলেণ ভারতীয় বংশদ্ভূত মার্কিন নাগরিক। পরের আসরে ১৯০৪ সালে সেন্ট লুইস অলিম্পিকেও গলফ ছিল। তবে তা ছিল পুরুষদের। সেবার স্বর্ণ ও রুপা জিতেছিলেন যথাক্রমে কানাডার জর্জ লিয়ন ও আমেরিকার স্যান্ডলার ইগার। তবে ব্রোঞ্জ ভাগাভাগি হয় আমেরিকারই বার্ন ম্যাককিনি ও ফ্রান্সিস নিউটনের মধ্যে। তারপর থেকে অলিম্পিকে আর গলফ ছিল না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।