মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কাশ্মীর ইস্যুতে জাতিসংঘে এরদোগানের বক্তব্যকে স্বাগত জানিয়েছে পাকিস্তান।নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর নিয়ে জাতিসংঘের ৭৫তম অধিবেশনে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের উদ্বেগ প্রকাশকে ভারত ‘অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ’ বললেও কাশ্মীরি জনগণের অধিকার নিয়ে কথা বলায় এরদোগানের বক্তব্যকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। -দ্য হিন্দু, ডন
এরদোগানের মন্তব্যকে স্বাগত জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান টুইটে বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদে কাশ্মীরের মানুষের অধিকার নিয়ে প্রেসিডেন্ট এরদোগানের ভাষণকে গভীরভাবে স্বাগত জানাই। তুরস্কের নিরবিচ্ছিন্ন সমর্থন কাশ্মীরিদের অধিকার ও সংগ্রামের শক্তির উৎস। বিশেষ অধিবেশনে ভিডিও বার্তায় এরদোগান বলেন, দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার প্রধান অন্তরায় হল অমীমাংসীত কাশ্মীর সমস্যা। জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল সমস্যা আরও জটিল হয়ে উঠেছে। আমরা জাতিসংঘের শর্তাবলীর প্রেক্ষিতে এবং কাশ্মীরের স্থানীয় জনগণের প্রত্যাশা পূরণে আলোচনার মাধ্যমে এই জ্বলন্ত সমস্যার সমাধানে আগ্রহী। এদিকে মঙ্গলবার জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি টি এস তিরুমতি টুইটে তুরস্কের অবস্থানের নিন্দা জানিয়ে বলেন, ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল কাশ্মীর প্রসঙ্গে তুরস্কের প্রেসিডেন্টের মন্তব্য আমরা দেখেছি। এতে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।