Inqilab Logo

শুক্রবার, ০৭ জুন ২০২৪, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অস্ত্র দেখিয়ে ছিনতাই পৃথক অভিযানে আটক ৬

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০২০, ১২:০১ এএম

রাজধানীর যাত্রাবাড়ী ও সিদ্ধিরগঞ্জ থানা এলাকা থেকে ছয় ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাব। গত সোমবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তারা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই করে আসছিল বলে জানায় র‌্যাব।

গতকাল র‌্যাব-১০ এর সিও অ্যাডিশনাল ডিআইজি মো. কাইমুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৯টায় রাজধানীর যাত্রাবাড়ী থানার উত্তর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মো. ফারুক, মো. হৃদয় ও মো. শিপন নামের তিনজন ছিনতাইকারীকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থেকে মো. জাহিদ, মো. সেলিম এবং মো. আরশাদকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১২টি বেøড, চারটি মোবাইল, ছয়টি চাকু ও ৪৪৫ টাকা উদ্ধার করা হয়েছে।

তিনি আরো জানান, আটক আসামিরা দীর্ঘদিন যাবত নারায়ণগঞ্জ ও ঢাকা শহরের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা, মোবাইলসহ মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল। আসামিদের বিরুদ্ধে থানায় ছিনতাই মামলা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিযান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ