Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাসন ব্যবস্থার উন্নয়নে এক সাথে কাজ করুন : গুতেরেস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০২০, ১২:০২ এএম

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বিশ্বব্যাপী শাসন ব্যবস্থার উন্নয়নে এক সাথে কাজ করতে আন্তর্জাতিক স¤প্রদায়ের প্রতি সোমবার আহবান জানিয়েছেন। জাতিসংঘের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংস্থার সাধারণ পরিষদের অধিবেশনে মহাসচিব বলেন, ‘জাতিসংঘের স্তম্ভ দেশের সার্বভৌম ক্ষমতা সকলের উন্নতি সাধনের চেষ্টায় অভিন্ন ম‚ল্যবোধের ভিত্তি আন্তর্জাতিক সহযোগিতা জোরদার এবং দায়িত্ব ভাগাভাগির মাধ্যমে হাতে হাত রেখে এগিয়ে চলে।’ মহাসচিব বলেন, ‘কেউ বিশ্ব সরকার ব্যবস্থা চাই না। তবে আমরা বিশ্ব শাসন ব্যবস্থার উন্নয়নে অবশ্যই একত্রে কাজ করবো।’ সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গুতেরেস বলেন, ‘জাতিসংঘ হচ্ছে একটি উন্নত বিশ্ব গড়ে তোলার বাতিঘর। এর আদর্শ ভাবনা হচ্ছে বিশ্বে শান্তি, ন্যায়বিচার, সমতা ও মর্যাদা প্রতিষ্ঠা করা।’ তিনি বলেন, ‘অবর্ণনীয় অনেক ভোগান্তির পর এই দিন এ সংস্থা গড়ে ওঠায় আমরা আজ তা পালন করছি।’ দু’টি বিশ্বযুদ্ধ, লাখ লাখ মানুষের মৃত্যু এবং ভয়ঙ্কর হত্যাকাÐের প্রেক্ষাপটে বিশ্ব নেতাদের সহযোগিতা ও আইনের শাসন প্রতিপালনের প্রতিশ্রুতি মধ্যদিয়ে এ আন্তর্জাতিক সংস্থা প্রতিষ্ঠা করা হয়।’ জাতিসংঘের বিভিন্ন অর্জনের কথা তুলে ধরে বক্তব্য দেয়ার সময় ইউএন মহাসচিব বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করায় এসব অর্জিত হয়েছে। তিনি বলেন, ‘অনেক আশংকা থাকলেও তৃতীয় বিশ্বযুদ্ধ এড়ানো গেছে। আধুনিক ইতিহাসের বহু বছর কেটে গেলেও আর কখনো আমরা বিশ্বের ক্ষমতাধর দেশগুলোকে সামরিক লড়াইয়ে লিপ্ত হতে দেখিনি। আর ‘এটি জাতিসংঘ প্রতিষ্ঠার সবচেয়ে বড় অর্জন। এ অর্জন নিয়ে সদস্য রাষ্ট্রগুলো গর্ব করতে পারে। মহাসচিব বলেন, জাতিসংঘের ঐতিহাসিক আরো অর্জনের মধ্যে রয়েছে বিভিন্ন শান্তি চুক্তি ও শান্তিরক্ষা, উপনিবেশ শাসনের অবসান, মানবাধিকার রক্ষা, রোগ নির্ম‚ল, দারিদ্র্য দ‚রিকরণ, প্রগতিশীল আন্তর্জাতিক আইনের উন্নয়ন, পরিবেশ ও আমাদের এই বিশ্ব রক্ষায় যুগান্তকারি বিভিন্ন চুক্তি।’ তিনি বলেন, অতি স¤প্রতি ২১ শতকের ভিশন নিয়ে সাসটেইনেবল ডেভলপমেন্ট গোলস এবং প্যারিস এগ্রিমেন্ট অন ক্লাইমেট চেঞ্জের ওপর সর্বসম্মত চুক্তি স্বাক্ষর করা হয়েছে। সিনহুয়া, রয়টার্স।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গুতেরেস


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ