Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রিপাবলিকানরা এবার ট্রাম্পের বিপক্ষে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০২০, ১২:০২ এএম

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এবার ট্রাম্পের বিপক্ষে অবস্থান নিয়েছেন রিপাবলিকান পার্টির নেতারা। যুক্তরাষ্ট্রের ঐক্য ধরে রাখতেই তারা নির্বাচনে ডেমোক্রেট পার্টির প্রার্থী জো বাইডেনকে সমর্থন দেবেন বলে জানিয়েছেন। ওহাইয়োর সাবেক গভর্নর ও আজীবন রিপাবলিকান পার্টির সদস্য জন কাসিচ বলেন, ‘স্বাভাবিক সময়ে এটা কখনোই হতো না। কিন্তু এখন স্বাভাবিক সময় নয়।’ তিনি জানান, ট্রাম্প জাতিকে বিভক্ত করছেন। তাই যুক্তরাষ্ট্রকে ঐক্যবদ্ধ রাখতে রিপাবলিকানদের উচিত জো বাইডেনকে নির্বাচনে সহযোগিতা করা। নিউ জার্সির সাবেক গভর্নর ক্রিস্টিন টড হোয়াইটম্যান, ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে সাবেক প্রার্থী মেগ হোয়াইটম্যান এবং নিউ ইয়র্ক থেকে নির্বাচিত সাবেক কংগ্রেস সদস্য সুসান মোলিনারিও একই মত ব্যক্ত করেছেন। সোমবার রিপাবলিকান ভোটার্স অ্যাগেইনস্ট ট্রাম্প নামের একটি গ্রæপ ট্রাম্পের ক্ষমতায় থাকাকালীন কর্মকাÐের পর্যালোচনা করেছে। এটি উপস্থাপন করেছেন ট্রাম্প প্রশাসনের আওতায় হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের কর্মকর্তা মাইলস টেইলর। তিনি অভিযোগ করেছেন, ট্রাম্প যুক্তরাষ্ট্রের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছেন। বিবিসি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্প


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ