Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসরাইলকে ভালোবাসলে ভোট দেবে : ট্রাম্প

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৬ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমেরিকান ইহুদিরা ‘নিজেদের দেশ ইসরাইলকে ভালোবাসলে’ আমাকে ভোট দেবে। গুরুত্বপ‚র্ণ একটি ইহুদি উৎসবে অংশ নিয়ে এভাবেই নিজের প্রচারণা চালান ট্রাম্প। এসময় তিনি তাকে ভোট দেয়ার গুরুত্ব তুলে ধরেন। এমনকি ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেন যে, যদি তিনি না জেতেন তাহলে ‘ইসরাইল বড় সমস্যায়’ পড়বে। ট্রাম্প বলেন, আমাকে বলতে হবে ৩ নভেম্বর আমাদের জন্য খুব গুরুত্বপ‚র্ণ। তিনি আরও বলেন, যেটা আমাকে অবাক করে এবং বলতে হবে যে, গত নির্বাচনে আমি ইহুদিদের মাত্র ২৫ শতাংশ ভোট পেয়েছি। আমার জামাতা ও মেয়ে ইহুদি। আমার খুব সুন্দর একজন নাতনি আছে, সেও ইহুদি। ট্রাম্প বলেন, যদি অন্যরা সব ভোট পেয়ে যায় তাহলে এটা ভিন্ন একটা গল্প হবে। আমি মনে করি এমনটা ঘটবে না। তবে এবারই প্রথম নয় যে, ইহুদিদের দ্বৈত বিশ্বস্ততা নিয়ে প্রশ্ন তুলেছেন ট্রাম্প। রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্প


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ