প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
‘অরফান বø্যাক’ তারকা টাটিয়ানা মাসলেনি মারভেল স্টুডিওসের ‘শি-হাল্ক’-এর কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করবেন বলে জানা গেছে। ‘শি-হাল্ক’ সিরিজটি স্ট্রিমিং হবে ডিজনি প্লাসে। রিক অ্যান্ড মর্টি’ সিরিজের ‘পিকল রিক’-এর কাহিনীর জন্য এমি জয়ী টিভি প্রযোজক জেসিকা গাও এই সিরিজটি প্রযোজনা করবেন এবং এর চিত্রনাট্য লিখবেন বলে স্থির হয়েছে। শি-হাল্ক ওরফে জেনিফার ওয়াটার্স মারভেল কমিক্সের জন্য মারভেল প্রতিষ্ঠাতা স্ট্যান লির সৃষ্ট শেষ দিকের প্রধান চরিত্রের একটি; তিনি ২০১৮ সালের ১২ নভেম্বর ৯৫ বছর বয়সে মৃত্যু বরণ করেন। ওয়াল্টার্স মূল হাল্ক ব্রæস ব্যানারের দূর সম্পর্কের বোন। সে পেশাগতভাবে একজন আইনজীবী। জরুরি ভিত্তিতে ব্যানারের রক্ত শরীরে গ্রহণ করার কারণে সে সুপারহিউম্যান ক্ষমতা অর্জন করে।তবে ব্যানার যেমন হাল্কে পরিণত হলে তার স্বাভাবিক বুদ্ধি লোপ পায় জেনিফারের ক্ষেত্রে তা বজায় থাকে। ১৯৮০’র দশকে ফ্যান্টাস্টিক ফোরের সদস্য হিসেবে শি-হাল্কের আবির্ভাব হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।