Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্পের মানসিক সুস্থতার পরীক্ষা চায় ভোটাররা

প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প মানসিক রোগ ‘নার্সিসিজম’ বা অতি আত্মপ্রেমে ভুগছেন কিনা তা পরীক্ষা করে দেখা দরকার বলে মনে করে সংখ্যক মানুষ। হার্ভার্ড মেডিকেল স্কুলের ডিন অধ্যাপক জেফরি ফ্লিয়েরও তাদের সঙ্গে একমত। দ্য ইন্ডিপেনডেন্ট পত্রিকা জানায়, ডেমক্র্যাট দলের এক নারী কংগ্রেস সদস্য কারেন বাস সর্বপ্রথম রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্পের মানসিক বৈকল্য ‘নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিজঅর্ডার’-এ (এনপিডি) ভোগার কথা বলেন। টুইটারে সংশয় প্রকাশ করে কারেন বলেন, এমন কি নিজের ক্ষতি হচ্ছে জেনেও তিনি (ট্রাম্প) তা নিয়ন্ত্রণ করতে পারছেন না। চিকিৎসকদের অবশ্যই তার মানসিক সুস্থতা পরীক্ষার দাবি তোলা উচিত। এর পরপরই অনলাইনে এক পিটিশনে ট্রাম্পের মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তোলা হয়। ডোনাল্ড ট্রাম্প দেশের জন্য ভয়ঙ্কর শিরোনামে ওই পিটিশনে প্রায় ২৫ হাজার মানুষ সই করেছে। এতে বলা হয়. ট্রাম্পের আবেগপ্রণতা এবং নিজের আবেগের উপর তার নিয়ন্ত্রণহীনতা উদ্বেগজনক। দেশের প্রধান এবং উন্মুক্ত বিশ্বের নেতা হওয়ার মত মানসিক স্থিরতা তার আছে কিনা তা নিয়ে প্রশ্ন তোলা স্বদেশপ্রেমিক হিসেবে আমাদের দায়িত্ব। টুইটারে ট্রাম্পের কয়েকটি ছবি পোস্ট করে বেস তার সন্দেহের পক্ষে কারণ দেখানোর চেষ্টা করেছেন। বেসকে সমর্থন করে টুইটারে অধ্যাপক ফ্লিয়ের বলেন, নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিজঅর্ডার। ট্রাম্প শুধু এতে আক্রান্তই নন, এর লক্ষণও প্রকাশ পেয়েছে। এর আগে, যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলীয় নিরাপত্তা বিশেষজ্ঞ নেতারা এক খোলা চিঠিতে দলটির প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করেন। দ্য ইন্ডিপেনডেন্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্পের মানসিক সুস্থতার পরীক্ষা চায় ভোটাররা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ