Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্যালিফোর্নিয়ায় দাবানলে হুমকির মুখে দ্রাক্ষাবন

প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভয়াবহ দাবানলে ক্যালিফোর্নিয়া এখন বাসিন্দাশূণ্য। আতঙ্কিত ক্যালিফোর্নিয়াবাসী বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। দাবানলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ভবনগুলো। এগুলো এখন বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রে শুষ্ক মৌসুমে দাবানল একটি নিত্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ক্যালিফোর্নিয়ায়র বনাঞ্চলে গাছপালা শুকিয়ে গেছে। ফলে সেখানকার দ্রাক্ষাবনগুলো হুমকির মুখে রয়েছে। ইতিমধ্যে চারটি দ্রাক্ষাবন আগুনের পুড়ে গেছে। কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, যে কোন সময় এসব দ্রাক্ষাবন আক্রান্ত হতে পারে। দু’ সপ্তাহ আগে উপকূলবর্তী লসপ্যারাডাস জাতীয় উদ্যানে ২৭০ স্কয়ারকিলোমিটার জুড়ে ভয়াবহ দাবানলের ফলে পর্যটন শিল্পও ক্ষাতগ্রস্ত হয় ব্যাপকভাবে। আগুনের ভয়ে পর্যটকরা এখন আর এখানে আসছে না। পর্যটকদের প্রিয় এলাকাটি সম্পূর্ণ শূণ্য হয়ে আছে। আগুন নেভানোর কাজে প্রায় ৫ হাজার দমকলকর্মী কাজ করে যাচ্ছে। অর্থাৎ, ক্যলিফোর্নিয়ার রিগোবার্তো হারেরার বনবিভাগের প্রায় অর্ধেক দমকলকর্মীই আগুন নেভানোর কাজে ব্যস্ত। কিন্তু কিছুতেই তারা বাগে আনতে পারছে না আগুনকে। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্যালিফোর্নিয়ায় দাবানলে হুমকির মুখে দ্রাক্ষাবন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ