Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গিবসনের দেখানো পথে উন্নতি মোস্তাফিজের

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০২০, ১২:০২ এএম

কদিন আগে এক সাক্ষাৎকারে নতুন পেস বোলিং কোচ ওটিস গিবসন বলেছিলেন, মোস্তাফিজুর রহামেনর বল ভেতরে ঢোকানোর সামর্থ্য আছে, কিন্তু বিশ্বাস নেই। সেই বিশ্বাসটা পুঁতে দিতে কাজ করছেন তিনি। মোস্তাফিজ এই স্কিলের ঘাটতি নিয়ে ভেবেছেন, খেটেছেন। কাটার মাস্টার নিজেও পরিশ্রম করেছেন নিজের ঘাটতি পুষিয়ে নিতে। গিবসনের দেখানো গ্রিপে আশাবাদি পথে হাঁটছেন তিনি।

বল ভেতরে ঢোকাতে না পারাতেই লাল বলের চুক্তিতে ছিলেন না মোস্তাফিজ। টেস্ট খেলতে হলে ডানহাতি ব্যাটসম্যানদের বিপক্ষে বল ভেতরে ঢোকাতে হবে। তবে সা¤প্রতিক সময়ে মোস্তাফিজের মধ্যে ইতিবাচক বদল টের পেয়েই তাকে নাকি ফের টেস্টের বিবেচনায় নেওয়া হয়েছে। গতকাল মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দলীয় অনুশীলনের দ্বিতীয় দিনে নিজের বোলিং নিয়ে কথা বলেন মোস্তাফিজ।
শ্রীলঙ্কা সফরে টেস্টে ফেরার পথে থাকা মোস্তাফিজ জানালেন দ্রুতই বল ভেতরে ঢোকাতে স্বচ্ছন্দ হয়ে যাবেন তিনি, ‘করোনার আগে গিবসন আমাকে কিছু গ্রিপ দেখিয়ে দিয়েছিলেন, যে কী করলে বল ভেতরে ঢুকবে। ওটা নিয়ে কাজ করছিলাম, এখন ভালো যাচ্ছে। আরও কাজ করতে হবে, ভালোভাবে কাজ করতে পারলে ভেতরে ঢোকানোটা তাড়াতাড়ি আয়ত্ব করতে পারবো।’
করোনাভাইরাস মহামারিতে মার্চে ঢাকা প্রিমিয়ার লিগ বন্ধ হওয়ার কদিন পর সাতক্ষিরায় নিজ বাড়িতে ফিরে গিয়েছিলেন বাঁহাতি এই পেসার। মাসখানেক আগে ঢাকায় ফিরে পুরোদমে শুরু করেছেন অনুশীলন। প্রস্তুতির আকাশ পাতাল পার্থক্যও টের পাচ্ছেন তিনি, ‘আমি ঢাকা আসছি প্রায় এক মাস পাঁচ দিন হল। প্রথমে শর্ট রান আপে, দুই তিন স্টেপে বোলিং করেছি, বাড়িতেও করেছি। এখানে আসার পর আবার প্রথম থেকে শুরু করলাম। শুরুতে রানিং, জিম এসব ছিল পরে একজন ব্যাটসম্যান ব্যাটিং করবে দুইজন বোলার বল করবে এভাবে শুরু হয়। এখন সবকিছু ভালোই যাচ্ছে। বাড়িতে অনুশীলনের ব্যাপারটা অন্যরকম। বাইরে যতই করেন না কেন, দলীয়ভাবে অনুশীলন করাটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়। বাড়িতে আমরা সবাই কম বেশি কাজ করেছি। এখানে শুরুতে কষ্ট হচ্ছিল একটু তবে এখন খুব ভালো যাচ্ছে।’
কেবল সাদা বলের চুক্তিতে রাখায় মোস্তাফিজের টেস্টে দেখার সম্ভাবনা কমে যাচ্ছিল। তবে ওয়ার্কলোড সামলে এই পেসার মুখিয়ে আছেন সব সংস্করণে সমান তালে খেলতে, ‘আমিতো চাই সব ফরম্যাটে খেলতে। এখন চেষ্টা করছি ফিটনেস বলেন, বোলিং স্কিল বলেন কোন কাজগুলো করলে আমি সব ফরম্যাটে নিয়মই হতে পারি সেগুলো করার।’



 

Show all comments
  • রুহান ২২ সেপ্টেম্বর, ২০২০, ৯:১৯ এএম says : 0
    শুভ কামনা রইলো
    Total Reply(0) Reply
  • মাজহারুল ইসলাম ২২ সেপ্টেম্বর, ২০২০, ৯:২৩ এএম says : 0
    আশা করি, আবার পুর্বে রূপে ফিরে পাবো মোস্তাফিজকে
    Total Reply(0) Reply
  • শোয়েব ২২ সেপ্টেম্বর, ২০২০, ১০:০২ এএম says : 0
    খবরটি শুনে খুব ভালো লাগলো
    Total Reply(0) Reply
  • মাহমুদ ২২ সেপ্টেম্বর, ২০২০, ১০:০৩ এএম says : 0
    সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য খুব ভালো একটা নিউজ হবে
    Total Reply(0) Reply
  • নওরিন ২২ সেপ্টেম্বর, ২০২০, ১০:০৩ এএম says : 0
    পুরোনো রূপে ফিরবে ফিজ, জিতবে বাংলাদেশ
    Total Reply(0) Reply
  • নুরশেদ ২২ সেপ্টেম্বর, ২০২০, ৯:৪৩ পিএম says : 0
    ইনশাআল্লাহ আশা করি
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গিবসন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ