মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ফ্রান্সে বিস্ফোরণ ঘটানোর লক্ষ্যে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য মজুত করেছে বলে আমেরিকা যে দাবি করেছে তা সরাসরি প্রত্যাখ্যান করেছে প্যারিস। ফ্রান্স বলেছে, সেদেশে এ ধরনের বিস্ফোরক মজুদ করার কোনো প্রমাণ নেই। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অ্যাগনেস ভন ডার মুহ্ল প্যারিসে সাংবাদিকদের বলেন, “আমাদের জানামতে ফ্রান্সে এ ধরনের কোনো ঘটনার নির্ভরযোগ্য কোনো প্রমাণ নেই।”
তিনি আরো বলেন, “ফ্রান্সের মাটিতে বিদেশি কোনো সংস্থা যেকোনো ধরনের তৎপরতা চালাতে চাক না কেন তা কঠোর হাতে প্রতিহত করা হবে।” এর আগে মার্কিন পররাষ্ট্র দফতরের সন্ত্রাসবিরোধী সমন্বয়কারী ন্যাথান সেইলস বৃহস্পতিবার দাবি করেছিলেন, লেবাননের হিজবুল্লাহ সাম্প্রতিক বছরগুলোতে বেলজিয়াম থেকে ফ্রান্স, গ্রিস, ইতালি, স্পেন ও সুইজারল্যান্ডে বিপুল পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেটের মজুত
গড়ে তুলেছে। তিনি আরো দাবি করেন, হিজবুল্লাহ এখনো ইউরোপজুড়ে এই বিস্ফোরক দ্রব্য মজুত করে যাচ্ছে বলে ওয়াশিংটনের বিশ্বাস। এএফপি,পার্সটুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।