গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর সায়েদাবাদে নির্মাণাধীন বহুতল ভবনে মাচানে রশি বেঁধে প্লাস্টারের কাজ করছিলেন শফিয়ার (২৭) নামে এক নির্মাণশ্রমিক। কাজ করার সময় হঠাৎ করে মাচানের রশি ছিঁড়ে গেলে কাত হয়ে যাওয়ায় তিনি ভবনের একেবারে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে অন্যরা দেখতে পেয়ে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার জানান সে আগের মারা গেছে।
আজ সোমবার সকাল সোয়া ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
এদিকে, মৃতের সহকর্মী মো. শাহিন জানান শফিয়ারের বাড়ি গাইবান্ধায়। বকশিবাজারে থাকতেন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।