পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কারাবন্দি এবি ইউনুস আলী ওরফে ইউনুস মৌলভীর (৭৩) মৃত্যু হয়েছে। গতকাল সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, গতকাল সকালে কারাবন্দি এবি ইউনুস আলী ওরফে ইউনুস মৌলভী অসুস্থ হন। কারারক্ষীরা তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসেন। চিকিৎসকরা তার পরীক্ষা-নিরীক্ষার পর সকাল সাতটা ১২ মিনিটে তাকে মৃত ঘোষণা করে। বার্ধক্যজনিত রোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন তিনি। ময়নাতদন্ত শেষে লাশ হস্তান্তর করা হয়েছে।
কারারক্ষী মো. রেজাউল করিম জানায়, গত শনিবার বিকালেও কারাগারে অসুস্থ হয়ে পরেন ইউনুস আলী। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে কারাগারে নিয়ে যাওয়া হয়েছিল।
জানা যায়, মৃত ইউনুস আলীর বাড়ি জামালপুর সদর উপজেলার চানপুর হরিনাকান্দা গ্রামে। বাবার নাম মৃত আব্দুল খালেক। গত ২০১৫ সালে মানবতাবিরোধী মামলায় গ্রেফতার হয়েছিলেন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।