Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাশিমপুর কারাগারে মারা গেলেন এক হাজতি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ জুন, ২০২১, ৬:১৩ পিএম

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দি আব্দুল আহাদ (৪০) নামের হত্যা মামলার এক হাজতির মৃত্যু হয়েছে। সোমবার (৭ জুন) ভোরে তার মৃত্যু হয়। মৃত আহাদ সিলেটের বিশ্বনাথ থানার নদার মালপাড়া এলাকার মৃত জমির আলী ছেলে। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মো. আবু সায়েম জানান, সোমবার ভোরে হঠাৎ কারাগারের ভেতর তিনি অসুস্থ হয়ে পড়েন।

তিনি বলেন, এসময় প্রথমে তাকে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এক পর্যায়ে উন্নত চিকিৎসার জন্য তাকে সকালে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে আহাদকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, আহাদের বিরুদ্ধে কাফরুল থানায় একটি হত্যা মামলা রয়েছে। ওই মামলায় তিনি ২০১৭ সাল থেকে এ কারাগারে বন্দি ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কারাগারে হাজতির মৃত্যু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ