Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১১ সপ্তাহ ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রীর মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০২০, ১২:০১ এএম

কানাডার সাবেক প্রধানমন্ত্রী জন টার্নার মারা গেছেন। শনিবার ৯১ বছর বয়সী এই নেতা পরলোকগমন করেন। ১৯৮০-এর দশকে মাত্র ১১ সপ্তাহ ক্ষমতায় ছিলেন তিনি। ১৯৮৪ সালে টার্নার ক্ষমতায় ছিলেন। তিনি ছিলেন কানাডার ১৭তম প্রধানমন্ত্রী। তবে বেশ কয়েক দশক ধরে তিনি রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। মাত্র ৭৯ দিন টার্নার কানাডায় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে খুব কম সময় ক্ষমতায় থাকার দিক থেকে দ্বিতীয় অবস্থানে আছেন। পরে লিবারেল পার্টি থেকে ১৯৯০ সালে তিনি পদত্যাগ করেন। টার্নার প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেওয়ার পর ক্ষমতায় আসেন কনজারভেটিভ পার্টির ব্রায়ান মুলরনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক ইস্যু নিয়ে বরাবরই তার সমালোচনা করতেন টার্নার। টার্নার এবং মুলরনির বাকযুদ্ধ পত্রিকার শিরোনাম হতো সে সময়। আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রীর-মৃত্যু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ