Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খালি হাতে ফটক ভেঙে ফেললেন ডোয়েন জনসন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০২০, ১২:০১ এএম

সাবেক রেসলিং তারকা এবং হলিউডের অ্যাকশন তারকা ডোয়েন জনসন কর্মস্থলে পৌঁছার জন্য বাধা ফটক খালি হাতেই ভেঙে ফেলেছেন। ইনস্টাগ্রামে তার ভাঙা ফটকটির ছবি শেয়ারে করছেন অভিনেতা। তিনি ক্যাপশনে লিখেছেন,‘ খুব গর্ব করার ব্যাপার নয়, তবে একজন মানুষকে তো কাজে পৌঁছতে হবে। ঝড়ের জন্য আমাদের এখানে বিদ্যুৎ ছিল না, তাতে আমার সামনের ফটকটি খুলছিল না। আমি হাইড্রলিক সিস্টেম ওভাররাইড করে সেটি খোলার চেষ্টা করেছিলাম, সাধারণত তাতে কাজ হয় কিন্তু এবার তা কাজ করেনি।’ ফোন করে আমি লোক ডেকেছিলাম কিন্তু ৪৫ মিনিট অপেক্ষা করার উপায় ছিল ন। তিনি আরও বলেন, ‘আমি জানতাম কয়েকশ’ প্রডাকশন ক্রু আমার পৌঁছার অপেক্ষায় ছিল, তাতে দিনে কাজ শুরু করা যেত। তাই আমার যা করার দরকার আমি তাই করেছি।’ ‘আমি টেলে ঠেলে একাই ফটকটি ভেঙে ফেলেছি। ইটের দেয়াল থেকে আমি সেটি ছুটিয়ে ফেলি, স্টিল হাইড্রলিক ভেঙে সেটি ঘাসের লনে ছুড়ে ফেলেছি।’ ‘আমার সিকিউরিটি টিম এক ঘণ্টা পর টেকনিশিয়ান আর ওয়েল্ডারদের ডেকে এনে সব মেরামত করে ফেলে। তারা বিশ্বাস করতে পারছিল না আমি একাই সেটি ভেঙেছি, তারা ঘাবড়েও গেছিল।’ জনসন এখন ‘ব্ল্যাক অ্যাডাম’ চলচ্চিত্রের কাজ করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ