Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘জ্যাক রিচার’-এর অডিশনে ডোয়েন জনসন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০২০, ১২:১৭ এএম

রেসলিং তারকা ডোয়েন জনসন জানিয়েছেন তিনিও জনপ্রিয় চরিত্র জ্যাক রিচারের ভূমিকার জন্য অডিশনে অংশ নিয়েছিলেন এবং টম ক্রুজের কাছে হেরে যান। ইনস্টাগ্রামে এক প্রশ্নোত্তর পর্বে তিনি প্রকাশ করেন চরিত্রটি পাবার ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী ছিলেন কারণ ‘জ্যাক রিচার’ উপন্যাস সিরিজের লেখক লি চাইল্ড চরিত্রটি যেভাবে রচনা করেছেন তার সঙ্গে শারীরিকভাবে তার মিল আছে। “হলিউডে অভিনেতারা অনেকটাই সীমাবদ্ধ। অনেক অভিনেতা আছে যারা একটি চরিত্রের জন্য মানানসই কারণ কারণ তাকে দেখতে সেই রকম, ত্বকের রঙ ও আকারেও মিল আছে, ইত্যাদি। “ভাগ্যক্রমে আমার মত দেখতে খুব বেশি অভিনেতা নেই। তাই প্রথম থেকেই আমি এই ব্যাপারে ভাগ্যবান, পাওয়া চরিত্রগুলো আমার জন্যই যথাযথ, শুধু জ্যাক রিচার ছাড়া,” জনসন বলেন। তিনি বলেন, “টম ক্রুজ তখন বিশ্বের সবচেয়ে বড় তারকা, আমি ছিলাম না। আমাকে ফোন করে জানান হয় চরিত্রটি আমি পাব না। আমি জানতামও না আমার সুযোগ আছে। তবে আমার পরিচিতরা বলত আমার সুযোগ আছে। আমারও মনে হল সুযোগ আছে।” পরে তিনি ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-এর পঞ্চম পর্বে ল্যুক হবস চরিত্রটি পেয়ে যান। তিনি বলেন, “আমি কৃতজ্ঞ যে আমি জ্যাক রিচার চরিত্রটি পাইনি।” ক্রুজ ২০১২’র ‘জ্যাক রিচার’ এবং ২০১৬’র সিকুয়েল ‘জ্যাক রিচার :নেভার গো ব্যাক’ চলচ্চিত্র দুটিতে অভিনয় করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ