Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্পিন দিয়ে লড়তে চায় নেপাল

প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : অধিনায়ক রাজু রিজালের বয়স বিতর্ক শেষ হয়েও হচ্ছে না শেষ। আইসিসি বয়স বিতর্ক অবসানের অনুরোধ করলেও কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে মিডিয়ার এ প্রশ্নের মুখেই পড়তে হয়েছে নেপাল কোচ জগৎ বাহাদূরকে। তবে আইসিসি যে সুরে বলছে কথা, নেপাল কোচও রাজু রিজাল ইস্যুতে বলছেন একই সুরে কথা। বরং এমন বিতর্কেও দলের মনোবল চাঙ্গা রাখতে কৌশলী এই কোচÑ ‘রাজু রিজালের বয়স বিতর্ক নিয়ে আমরা উদ্বিগ্ন নই। সে একজন একজন নেপালি নাগরিক এবং তার বয়স প্রমাণ করার সব দলিলই তার কাছে আছে। সে ভারতে খেলেছে কি খেলেনি সেটা আমার জানা নেই। আর ব্যাপারটা আমাদের জন্য ভাবনার কোনো কারণ নয়। আমরা আমাদের সেরা খেলাটাই কাল উপহার দিতে চাই। হারা বা জেতা খেলারই অংশ। তবে অবশ্যই আমরা সেমিফাইনালে খেলার প্রত্যাশা নিয়েই মাঠে নামব।’
কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ বাংলাদেশ খেলবে নিজের মাঠে।  স্বাগতিকদের বিপক্ষে  সেই চ্যালেঞ্জ নিয়েছেন তিনিÑ ‘নিজ মাঠে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ অবশ্যই খুবই শক্তিশালী দল। আমরা তাদের বিপক্ষে আমাদের সেরা নৈপুণ্যই উপহার দিতে চাই।’নেপাল যখন গ্রুপ পর্বে খেলেছে ঢাকায়, তখন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল গ্রুপ রাউন্ডের ম্যাচ তিনটি খেলেছে চট্টগ্রাম এবং কক্সবাজারে। তারপরও বাংলাদেশের খেলাগুলো নাকি পর্যবেক্ষন করেছেন তিনি। নেপাল ক্রিকেট ইতিহাসে অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে এই প্রথম কোয়ার্টার ফাইনালে ওঠার গর্বকে আরো উচুঁতে নিয়ে যাওয়ার চ্যালেঞ্জ নেপাল কোচেরÑ ‘বাংলাদেশকে ভালোভাবে পর্যবেক্ষণ করেছি। বাংলাদেশের বিপক্ষে খেলাটা আমাদের জন্য বিশাল এক চ্যালেঞ্জ। তারা টেস্ট খুলেড়ে দেশ এবং ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলছে। তবে গত কয়েক মাসে আমরাও কঠোর অনুশীলন করেছি। আমার দল সম্পর্কে বলব, আমার খেলোয়াড়রা ‘ডিসিপ্লিনড অ্যান্ড ডেডিকেটেড।’
বাংলাদেশের মূল শক্তি স্পিন, গ্রুপ রাউন্ডের তিনটি ম্যাচেই তা জানিয়ে দিয়েছে মেহেদী হাসান মিরাজের দল। তবে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে স্পিনেই টক্কর দিতে চান নেপাল কোচ। তার দলেরও মূল শক্তিই নাকি স্পিনÑ ‘আমাদের দলটি  স্পিনারদের ওপরে নির্ভর করবে।  ব্যোটিং থেকে বোলিংয়েই আমার প্রত্যাশা বেশি থাকবে। কালকের (আজকের)  ম্যাচ হতে পারে স্পিনারদের যুদ্ধ। কারণ, বাংলাদেশের রয়েছে ভালো একটি স্পিন আক্রমণ।’
ভারতের কাছে বড় ব্যবধানে হার থেকে শিক্ষা নিয়ে ভুলগুলো শুধরে অন্য এক নেপাল অনূর্ধ্ব-১৯ দল বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাচ্ছে বলে জানিয়েছেন নেপাল অনূর্ধ্ব-১৯ দলের কোচÑ ‘ভারতের বিপক্ষে আমাদের ব্যাটসম্যানরা বেশ কিছু ভুল করেছিল। কাল বাংলাদেশের বিপক্ষে সেইভুলগুলো পুনরাবৃত্তি করতে চাই না।’
আইসিসি’র পূর্ণ সদস্য নিউজিল্যান্ডকে হারিয়ে হৈচৈ ফেলে দেয়া নেপাল কোচ  নিউজিল্যান্ড দলটির সঙ্গে বাংলাদেশকে তুলনায় আনতে চাইছেন নাÑ ‘নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশকে নিয়ে তুলনা করতে চাই না। দুটি দলই এই প্রতিযোগিতায় ভাল। আমাদের লক্ষ্য হলো আগামীকাল (আজ) ভাল ক্রিকেট খেলা।’ সর্বশেষ টি-২০ বিশ্বকাপে কোয়ালিফাই এর পর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের বাছাইপর্ব পেরিয়ে মূল পর্বে সেরা ৮-এ জায়গা করে নেয়া যে নেপালের ক্রিকেটের উন্নতির গ্রাফ প্রমাণের দৃষ্টান্ত, তা মনে করিয়ে দিয়েছেন এই কোচ।




 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্পিন দিয়ে লড়তে চায় নেপাল

৫ ফেব্রুয়ারি, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ