Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্রিকেটে মনোযোগ রাখার নির্দেশ হাতুরুসিংহের

প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে গত মাসে সশস্ত্র জঙ্গি হামলায় ২০ বিদেশী নিহত হওয়ার বিরূপ প্রভাব পড়তে পারে বাংলাদেশের ক্রিকেটে, তা মনে করছেন না মাশরাফি। বিশ্বাস ক্রিকেট সংস্কৃতি আর ঐতিহ্যের কারণেই ইংল্যান্ড ক্রিকেট দল যথাসময়ে বাংলাদেশ সফরে আসবে বলে বিশ্বাস তার। মাশরাফির মতো ইংলিশ ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসলও ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফরের ব্যাপারে আশাবাদি। আগামী ১৭ আগস্ট বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি দেখতে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) যে নিরাপত্তা প্রতিনিধি দল আসবে, তাদের রিপোর্টের উপরই নির্ভর করছে ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফর। তবে ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফরের ভাগ্যটা ইসিবি’র উপরই ছেড়ে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচ চন্দিকা হাতুরুসিংহেÑ‘সফরের ভাগ্য তাদের হাতেই। আমরা তাদের সব ধরনের নিশ্চয়তা দিতে পারি। তবে সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার তাদের। তারা একটি নিরাপত্তা পর্যবেক্ষক দল পাঠাবে, এরপর তারা তাদের সিদ্ধান্ত নিবে।’
ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফরের ভাবনাটা মাথা থেকে ঝেঁড়ে ফেলে ক্রিকেটে মনোযোগ রাখার নির্দেশ শিষ্যদের দিয়েছেন হাতুরুসিংহেÑ ‘পরিস্থিতিটা যে আদর্শ, তা বলা যাবে না। আমাদের কিছুই নেই। এ ধরনের পরিস্থিতিতে ক্রিকেটে মনোযোগ রাখাটাও বেশ কঠিন। অবস্থাটা ভালো না হলেও আমরা এর মধ্যেই আছি। আমি ছেলেদের আরও বলেছি, এখানে সুবিধা অসুবিধার কিছু নেই। ক্রিকেটের প্রতি শতভাগ ফোকাস থাকো। কারণ এরকম পরিস্থিতিতে মনোযোগ, মনোসংযোগ ধরে রাখা সহজ নয়।’
বিদেশী কোচিং স্টাফের বিলম্বে ঢাকা আসার কারণ ব্যাখ্যা দিয়েছেন হাতুরুসিংহেÑ ‘আগে থেকেই ঠিক করা ছিল, প্রস্তুতি শুরু হবে ফিটনেস ক্যাম্প দিয়ে। তাই আমরাও আসতে একটু সময় নিয়েছি। কারণ অনুশীলন চালানোর মত কিছু যোগ্যলোক আছেন, যাদের ওপর আমার আস্থা ও বিশ্বাস আছে।’
এদিকে গত ২০ জুলাই থেকে কন্ডিশনিং ক্যাম্প শুরু হয়েছে, স্কিল ক্যাম্প শুরু হবে আগামী ২০ আগস্ট থেকে। তবে এখনো অদৃশ্য কারণে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেননি শ্রীলঙ্কান স্পিন বোলিং কোচ রুয়ান কালপাগে। তবে খুব শিঘ্রই তার সিদ্ধান্তের কথা বিসিবিকে জানাবেন বলে মনে করছেন হাতুরুসিংহেÑ ‘আমার ধারণা বোর্ডের সঙ্গে সে কথা বলছে। আমিও তার সঙ্গে কথা বলেছি। সে খুব শিগগিরই সিদ্ধান্ত জানাবে।’
ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফরকে সামনে রেখে ক্রিকেট দল পর্যাপ্ত প্রস্তুতি ম্যাচ খেলতে পারবে বলে মনে করছেন হাতুরুসিংহেÑ ‘ঈদের আগে আমরা নিজেদের মধ্যে বেশকিছু অনুশীলন ম্যাচ এবং ইংল্যান্ড সিরিজের আগে ছেলেরা বিসিএলের কিছু ম্যাচ খেলে প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবে।’
দলে ঘন ঘন পরিবর্তনের পক্ষে নন তিনি, দায়িত্ব নিয়েই জানিয়ে দিয়েছিলেন এই দর্শন। শাহরিয়ার নাফিস, রকিবুল, সোহরাওয়ার্দি শুভ’দের পরখ করে দেখা হয়নি তার। তবে ঘরোয়া ক্রিকেটে পরীক্ষিত এই সব সিনিয়রদের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পথ যে রুদ্ধ হয়নি, নুতন এই দর্শনের কথা গতকাল করেছেন প্রকাশ হাতুরুসিংহেÑ ‘গত দেড় দুই বছরে দল ভালো করছে, তাদের জায়গায় অন্য কারো আসা কঠিন। তবে ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করেছে। জাতীয় দলে যারা আছে, তাদেরকে চাপে রেখেছে তারা। বাংলাদেশের ক্রিকেটে ভূমিকা রাখার সুযোগ তাদের সবসময় আছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেটে মনোযোগ রাখার নির্দেশ হাতুরুসিংহের
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ