Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উপেক্ষিত সামি

প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : আভাসটা পাওয়া গিয়েছিল কিছুদিন আগেইÑ ড্যারেন সামি আর ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দলের অধিনায়ক থাকছেন না। এমনকি দলেই রাখা হচ্ছে না তাকে। সামি নিজেই তার ফেসবুক পেজে দিয়েছিলেন এই বার্তা। সপ্তাহ না ঘুরতেই এবার তারই প্রমাণ মিলল। পরশু ঘোষিত ক্যারবীয় টি-২০ এই দলে নেই দু-দুবার বিশ্বকাপ শিরোপা এনে দেওয়া এই অধিনায়কের নাম। তার পরিবর্তে কার্লোস ব্রেথওয়েটকে অধিনায়ক করে ১৩ সদস্যের নাম ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডবিøউআইসিবি)।
এর মধ্য দিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে সামির ৬ বছরের অধিনায়কত্বের অবসান ঘটল। ‘ব্রেথওয়েট টি-টোয়েন্টির জন্য একটি প্রতিভা’ উল্লেখ করে উইন্ডিজ ক্রিকেটের প্রধান নির্বাচক কোর্টনি ব্রাউন বলেন, ‘ভারতের বিপক্ষে আমরা প্রতিযোগীতাপূর্ণ একটা সিরিজের জন্য অপেক্ষা করছি।’ সামির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ব্রাউন বলেন, ‘নির্বাচক প্যানেলের মেয়াদ শেষ হয়েছে এবং সাবেক অধিনায়ক ড্যারেন সামিকে ধন্যবাদ। তার নেতৃত্বে ২০১২ ও এই বছরের বিশ্বকাপ জিতেছিলাম আমরা।’ আগামী ২৭ এবং ২৮ আগস্ট ফ্লোরিডায় অনুষ্ঠিত হবে ভারত ও উইন্ডিজের মধ্যকার দুই ম্যাচের টি-২০ সিরিজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উপেক্ষিত সামি

১০ আগস্ট, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ