Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আসিফের গানের নতুন মিউজিক ভিডিও

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০২০, ১২:০১ এএম

প্রকাশিত হয়েছে কণ্ঠশিল্পী আসিফ আকবর এর ‘তোকে না ছেড়ে যাব’ শিরোনামে গানের মিউজিক ভিডিও। অরণ্য পাশার পরিচালনায় গ্রীন মাল্টিমিডিয়া প্রযোজিত এ. কাদেরের সুর ও কথায় গানটির সঙ্গীতায়োজন করেছেন মুশফিক লিটু। গানটিতে মডেল হয়েছেন, তন্ময় সাবি ও পায়েল। গানটি সম্পর্কে কন্ঠশিল্পী আসিফ আকবর বলেন, রিদমিক মেলোডি গান এটি। নতুন সুরকার ও গীতিকার গানটি ভালভাবে তৈরি করেছে। মুশফিক লিটু দারুণ সঙ্গীতায়োজন করেছে। গানটির মিউজিক ভিডিও ভালো হয়েছে। আশা করি, শ্রোতা ও দর্শকদের ভালো লাগবে। মিউজিক ভিডিও নির্মাতা অরণ্য পাশা বলেন, আসিফ আকবর বাংলা গানের বিস্ময়কর কন্ঠশিল্পী। আমি নিজেও তাঁর গানের ভক্ত। গানটি মেলোডি ধাঁচের। তাই রোমান্টিকভাবে চিত্রায়ণ করতে হয়েছে। আশা করি, গানটি শ্রোতা ও দর্শকদের ভালো লাগবে।’ উল্লেখ্য, গ্রীন মাল্টিমিডিয়ার ইউটিউিব চ্যানেলে গানটি পাওয়া যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ