Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিরোনামহীন ব্যান্ডের নতুন মিউজিক ভিডিও

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০২০, ১১:৫১ পিএম

ব্যান্ডদল শিরোনামহীন-এর অপ্রকাশিত গান ‘ক্যাফেটেরিয়া পেরিয়ে’-এর মিউজিক ভিডিও নির্মাণ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক আশরাফ শিশির। বুয়েট ক্যাম্পাস ও দীপ্ত টিভির নিজস্ব স্টুডিওতে মিউজিক ভিডিওটির শুটিং সম্পন্ন করা হয়। এ বিষয়ে নির্মাতা আশরাফ শিশির বলেন, বৈশ্বিক মহামারীর এই সময়ে অঘোষিত লকডাউনের আগেই আমরা শুটিং এবং হোম কোয়ারান্টাইনে থেকে অনলাইনে নিয়মিত আলোচনার মাধ্যমে গানটির পোস্ট প্রোডাকশন শেষ করেছি। এই কঠিন সময়ে ক্যাফেটেরিয়া পেরিয়ে গানটি শ্রোতাদের জীবনের স্বর্ণালী সময়ের স্মৃতি মনে করিয়ে দেবে। এবারের বাংলা নববর্ষে প্রকাশিত হতে যাচ্ছে মিউজিক ভিডিওটি। গানটির কথা ও সুর করেছেন জিয়াউর রহমান জিয়া এবং অতিথি হিসেবে গিটার সলো বাজিয়েছেন অর্থহীন ব্যান্ডের গিটারিস্ট শিশির আহমেদ। সাউন্ড মিক্স করেছেন নয়েজমাইনের শফিক এবং মাস্টার করেছেন রোমানো ইরাফিচ্চি (পোল্যান্ড)। জিয়াউর রহমান এর চেলো এবং কাজী শাফিন আহমেদ এর সরোদ গানটিতে এক নতুন মাত্রা যোগ করেছে। এই মিউজিক ভিডিওতে মডেল হিসাবে অভিনয় করেছন অভিনেতা কাজী রাজু এবং বুয়েটের একদল মেধাবী শিক্ষার্থী। মিউজিক ভিডিওটিতে প্রধান সহকারী পরিচালক হিসাবে কাজ করেছেন সাব্বির মাহমুদ, প্রধান চিত্রগ্রাহক সমর ঢালী, সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ইনফিতার দানিয়াল এবং নির্বাহী প্রযোজনায় আব্দুর রহমান রাজীব। প্রডাকশন হাউজ মিডিয়াএইড বাংলাদেশ। কারিগরি সহায়তায় ডিজিসুগার। ব্যাকড্রপ ডিজাইন করেছেন হ্যাংগার ১৮। ইতিপূর্বে আশরাফ শিশির শিরোনামহীন ব্যান্ডের ‘বোহেমিয়ান’, ‘যাদুকর’ ও ‘বারুদসমুদ্র’ গানের মিউজিক ভিডিও নির্মাণ করেন। এছাড়াও, আশরাফ শিশিরের ভাবনায় জিয়াউর রহমান জিয়ার কথা ও সুরে শিরোনামহীন এর ‘এ রাতে’ গানটিও ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে, যা বিশ্বের দীর্ঘতম ফিকশন চলচ্চিত্র ‘আমরা একটা সিনেমা বানাবো’তে অন্তর্ভূক্ত করা হয়েছে ।



 

Show all comments
  • Mirajur Rahman ১১ এপ্রিল, ২০২০, ১:৫৫ পিএম says : 0
    অদ্বিতীয় মুগ্ধতার আগমনি বার্তা
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নতুন-মিউজিক-ভিডিও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ