Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

লাম্পট্যে ছেলের পর বাবারও কারাদন্ড

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০২০, ১২:০১ এএম

সাবেক একজন শিক্ষক এক নারীকে ধর্ষণের ঘটনায় দাবি করেছিলেন- মদ্যপ অবস্থায় অনিচ্ছাকৃত ঘটনাটি ঘটেছে। তবে ১৯৮০ এর দশকের সেই ঘটনার এতোদিন পর তিনি শাস্তি পেলেন। গত মাসেই মাইকেল লেডন’কে দোষী সাব্যস্ত করেছে ওর্কেস্টার ক্রাউন কোর্ট। ধর্ষণের ঘটনায় এবার তাকে সাড়ে ছয় বছরের কারাদন্ড দেওয়া হলো। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন অর্কেস্টার স্কুলের একজন শিক্ষিকা। ২০১৭ সালেই মাইকেল লেডন অবসরে চলে গেছেন। কিন্তু অতীত কর্মকান্ডের জন্য শেষ বয়সে একে তাকে জেলের ঘানি টানতে হচ্ছে। যদিও মাইকেলের দাবি, মদপানের কারণে খারাপ কাজ করে ফেলেছি। চাপ মুক্ত হওয়ার ট্যাবলেটও খেয়েছিলাম ওইদিন। আদালতে অবশ্য এটা প্রমাণ হয়েছে যে, তিনি শিক্ষক হিসেবে অত্যন্ত ভালো। জীবনে অপরাধের সঙ্গে তেমন জড়াননি। তবে ব্যাপক মানসিক চাপের মধ্য দিয়ে গেছেন। বিচার মেনে নিলেও নিজেকে নিরপরাধ দাবি করেছেন মাইকেল। এদিকে মাইকেলের ছেলে ক্রিস্টোফার ২০১৭ সালে শিশু ধর্ষণের ঘটনায় সাত বছরের কারাবাস করছে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাবার-কারাদন্ড
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ