Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্পন্সরের খোঁজে বাফুফে

প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্পোটর্স রিপোর্টার : লাল-সবুজের ফুটবলকে এগিয়ে নিতে এবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাশে এসে দাঁড়ানোর ঘ্ষোণা দিয়েছে দেশের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। দেশের ফুটবল উন্নয়ন ও জাতীয় দলের বিভিন্ন কার্যক্রমকে আরো দ্রæতভাবে পরিচালনার জন্য অর্থায়ন করবে স্বনামখ্যাত বেশ ক’টি ব্যবসা প্রতিষ্ঠান। তাই এদেরকে পাশে রাখার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত বাফুফের। গতকাল এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। তবে তিনি সু-নির্দিষ্ট কোন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের নাম ঘোষণা করতে পারেননি। ওই ব্যবসা প্রতিষ্ঠানের কর্ণধারদের সঙ্গে দু’টি সভা করেও চূড়ান্ত কোন সিদ্ধান্ত নেননি বাফুফে প্রধান। তিনি জানান চূড়ান্তভাবে কোন কিছু জানাতে হলে আরো ২/৩ টি সভা করার প্রয়োজন আছে। সালাউদ্দিন বলেন,‘দেশের ফুটবলকে এগিয়ে নিতে বেশ কিছু স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান পৃষ্ঠপোষকতার হাত বাড়িয়ে দিয়েছে। আশাকরি দীর্ঘমেয়াদেই তারা আমাদের সঙ্গে থাকবে। আমরা একটি সুদূর প্রসারি পরিকল্পনা করছি। আজ (গতকাল) সবার সঙ্গেই বসেছি। তবে আামাদের আরো ২/৩টি সভা করতে হবে সবকিছু গুছিয়ে ঊঠতে। আমি আনন্দিত যে, আমাদের ডাকে সাড়া দিয়ে দেশের ফুটবলকে এগিয়ে নিতে, ওই সব প্রতিষ্ঠান দীর্ঘ মেয়াদে বাফুফের সঙ্গে থাকতে চায়। আমরা তাদেরকে নিয়ে এগিয়ে যেতে চাই। উম্মোচন করতে চাই দেশের ফুটবলের নতুন দিগন্ত। এমন একাট কাজ করতে চাই, যার সুফল আসবে ভবিষ্যতে। বদলে যাবে ফুটবলের পথচলা।’
ম্যাক্স গ্রæপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মো: আলমগীর বলেন, ‘পৃষ্ঠপোষক হিসেবে ফুটবলে আসিনি। এসেছি ফুটবলকে ভালবেসে। আমরা বাফুফের কাছে পাঁচ থেকে দশ বছরের একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা চেয়েছি।’ এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তমা কন্সট্রাকশন এন্ড কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আতাউর রহমান ভুইয়া মানিক, ইমপ্রেস গ্রæপের পরিচালক রিয়াজ আহমেদ খান, সাইফ পাওয়ারটেকের চেয়ারম্যান তরফদার মোঃ রুহুল আমিন, শার্প সিকিউরিটিজ লিমিটেডের পরিচালক মোজাম্মেল হক ভুঁইয়া, কেবিসি এগ্রো প্রোডাক্টস (প্রা.) লি. ও ক্যাশ এগ্রো লি. এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সুধীর চৌধুরী, বাফুফে সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ, বাদল রায়, মহিউদ্দিন আহমেদ মহি, সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ ও সদস্য শওকত আলী খান জাহাঙ্গীর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্পন্সরের খোঁজে বাফুফে
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ