বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সাতক্ষীরায় মাদক সেবনের অভিযোগে প্রকাশ নামের এক কারারক্ষীসহ ১৬ জনের নামে মামলা করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে ৩৮ জনকে আটকের পর তাদেরকে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে ডোব টেস্ট করানো হয়। এতে কারারক্ষী প্রকাশসহ ১৬ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। গতকাল শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর থানার এসআই মানিক জানান, পুলিশের মাদক বিরোধী অভিযানে সদরের ভোমরা বাদামতলা এলাকা থেকে ৩৮ জনকে আটক করা হয়। এদের সবাইকে রাতে মেডিক্যাল কলেজ হাসপাতালে ডোব টেস্ট করানো হয়। এর মধ্যে সাতক্ষীরা কারাগারের কারারক্ষী প্রকাশসহ ১৬ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি বলেন, ১৬ জন মাদক সেবনকারী প্রমাণিত হওযায় তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে রাতেই থানায় মাদকদ্রব্য আইনে মামলা করেছে। আটককৃতদের আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে বলে তিনি জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।