বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গতকাল একদিনে করোনা শনাক্তের চাইতে সুস্থ হয়েছেন দ্বিগুণ রোগী সিলেট বিভাগে। বিভাগে পজিটিভ শনাক্ত হয়েছেন ৪৮ জন, বিপরীতে ১০০ জন হয়েছেন সুস্থ। গতকাল করোনা রোগী শনাক্ত হওয়া ৪৮ জনের মধ্যে সিলেট ৩৫, সুনামগঞ্জ ৮ ও মৌলভীবাজার ২ ও হবিগঞ্জ ৩ জন ।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্র জানায়, আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত বিভাগে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১২২১৪ জন। এর মধ্যে সিলেট ৬৫৭১, সুনামগঞ্জে ২২৮৬, হবিগঞ্জে ১৭০০ ও মৌলভীবাজারে ১৬৫৭ জন। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে আজ ১২০ জন ভর্তি আছেন। এর মধ্যে সিলেটে ৮১, মৌলভীবাজারে ১৫, সুনামগঞ্জে ৯ ও হবিগঞ্জে ১৫ জন। এদিকে, বিভাগে গত ২৪ ঘণ্টায় ১০০ জন করোনামুক্ত হয়েছেন । এর মধ্যে সিলেটে ৪৮, মৌলভীবাজারে ৩৫, সুনামগঞ্জে ১২ ও হবিগঞ্জে ৫ জন। আর এ পর্যন্ত ৯৭৩৭ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেটে ৫০৩১, মৌলভীবাজারে ১৪৭৮, সুনামগঞ্জে ১৯৭৬ ও হবিগঞ্জে ১২৫২ জন। অপরদিকে, বিভাগে গতকাল করোনাভাইরাসে মারা গেছেন ২ জন। এর মধ্যে সিলেট ১জন ও অপরজন হবিগঞ্জে । এই ২জন নিয়ে বিভাগে মৃতের সংখ্যা ২১১ জন। এর মধ্যে সিলেট ১৫৩, মৌলভীবাজার ২১, সুনামগঞ্জে ২২ ও হবিগঞ্জে ১৫ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।