Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রথম স্বামীর হাতে দ্বিতীয় স্বামী খুন, গ্রেফতার ১

জয়পুরহাট জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ১০:০৯ পিএম

জয়পুরহাটের পাঁচবিবিতে আশরাফুল (৩৫) নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে জখম করে করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার কড়িয়া গ্রামেএঘটনা ঘটে। নিহত ব্যক্তি রংপুর জেলার গঙ্গাচরা উপজেলার শেরপুর গ্রামের মৃত আব্দুল সামাদের ছেলে।

নিহতর স্ত্রী ছুম্মা বেগম জানান, ১০ বছর আগে জয়পুরহাট সদর উপজেলার বিষ্ণপুর গ্রামের মৃত আফাজ উদ্দীনের ছেলে ইসমাইলের সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘটে। তারপর রংপুর জেলার গঙ্গাচরা উপজেলার চারআনী শেরপুর গ্রামের আব্দুল সামাদের ছেলে আশরাফুলের সঙ্গে আমার দ্বিতীয় বিবাহ হয়। কিছুদিন আগে আমার প্রথম পক্ষের মেয়ে সুরাইয়া আমার বাড়ীতে বেড়াতে আসলে আমার সাবেক স্বামী মেয়েকে নিতে আমার বাবার বাড়ীতে আসে। মেয়ে বাবার সঙ্গে ফিরে যেতে অস্বীকৃতি জানালে আমাদের সঙ্গে হাতাহাতি হয় এবং এক পর্যায়ে বাড়ী থেকে বের হয়ে যায় সে।

কিছুক্ষণ পরে আমার বর্তমান স্বামী মোটরসাইকেল যোগে করিয়া বাজার যাওয়ার পথে বাড়ীর পাশে আগে থেকেই ওঁৎ পেতে থাকা সাবেক স্বামী ধারালো অস্ত্র দিয়ে জখম করে পালিয়ে যায়। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, খবর পেয়ে দ্রুত ওই এলাকায় অভিযান চালিয়ে খুনি ইসমাইলকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং ঘটনাস্থল থেকে হত্যাকান্ডে ব্যবহার করা ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়। এঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বামী খুন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ