বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পারিবারিক কলহের জেরে ঠাকুরগাঁওয়ে স্ত্রীর হাতে খুন হয়েছেন স্বামী শরিফুল ইসলাম(৪০) , এমন অভিযোগ পাওয়া গেছে। সোমবার ভোররাতে সদর উপজেলার বড় বালিয়া ইউনিয়নের বগুলা পাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান সদর থানার ওসি আশিকুর রহমান । এ ঘটনায় সকালেই নিহত শরিফুলের স্ত্রী মালেকা বেগমকে আটক করেছে পুলিশ।
নিহত শরিফুল ইসলাম ঐ ইউনিয়নের কুমারপুর গ্রামের নকিবর রহমানের ছেলে ও আটককৃত মালেকা(২৭) একই ইউনিয়নের মজিবর রহমানের মেয়ে।
পুলিশ নিহতের প্রতিবেশি ও স্বজনদের বরাত দিয়ে জানায়, শরিফুল ইসলামের সাথে তার তৃতীয় স্ত্রী মালেকার দীর্ঘদিন ধরেই পারিবারিক কলহ ছিলো। এরপরে সেটির সমাধান হলে গতকাল রাতে লুকিয়ে শরিফুল মালেকার বাসায় যায়। এসময় রাতে দুই স্বামী-স্ত্রীর মধ্যে কোন কারণে ঝগড়া সৃষ্টি হলে এক পর্যায়ে স্ত্রী মালেকা তার স্বামী শরিফুলকে বাসিলা দিয়ে কোপ দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় তার স্বামী। অভিযোগ পেয়ে সকালে তার স্ত্রীকে আটক করে থানায় আনে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ওসি আশিকুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতী চলছেও বলে জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।