বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এ বি এম আজাদের পর এবার করোনায় আক্রান্ত হলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন। তার স্ত্রীর শরীরেও করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) ল্যাবে জেলা প্রশাসকের নমুনা পরীক্ষা হয়েছে। বুধবার রাত ৯টায় এর ফলাফল জানানো হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রট মো. আলী হাসান।
ম্যাজিস্ট্রেট আলী জানান, করোনায় আক্রান্ত জেলা প্রশাসক ও তার স্ত্রী ফারহানা নাহারের জ্বর ও কাশি আছে। উভয়ে নগরীর ডিসি হিলে সরকারি বাসভবনে আইসোলেশনে আছেন।
এর আগে গত ১২ সেপ্টেম্বর চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ এবং তার স্ত্রী ও এক ছেলে করোনায় আক্রান্ত হন।
করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে শুরু থেকেই নানা উদ্যোগ নিয়ে মাঠে ছিলেন জেলা প্রশাসক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।