Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাবুলে দুই বিদেশি অধ্যাপক অপহৃত

প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার দুইজন অধ্যাপককে অপহরণ করা হয়েছে বলে বিবিসি এই তথ্য জানিয়েছে। আফগানিস্তানের আমেরিকান ইউনিভার্সিটিতে এই দুই অধ্যাপক কর্মরত ছিলেন। গাড়িতে করে তারা তাদের গেস্টহাউজের দিকে যাওয়ার সময় অস্ত্রধারীরা তাদের উপর হামলা চালায় বলে জানা গেছে। দেশটিতে তালিবান ধারাবাহিকভাবে হামলা চালিয়ে আসছে। দেশটিতে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকজন বিদেশিকে অপহরণ করা হয়েছে। বিভিন্ন প্রতিবেদন থেকে জানা গেছে, আফগান নিরাপত্তা বাহিনীর পোশাক পরিহিত অবস্থায় অস্ত্রধারীরা হামলা চালিয়েছিল। এরপর তারা ওই দুই অধ্যাপককে জোর করে গাড়ি থেকে বের করে নিয়ে যায়। গত রোববার সন্ধ্যারদিকে এই ঘটনা ঘটে। অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই অপহরণের বিষয়টির সত্যাসত্য খতিয়ে দেখা হচ্ছে। জানা গেছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের নাগরিক অপহরণ হওয়া সংক্রান্ত সংবাদ সম্পর্কে অবহিত রয়েছে। তবে বিষয়টি নিয়ে আর কোনো মন্তব্য কিংবা বিবৃতি তাদের পক্ষ থেকে দেয়া হয়নি। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাবুলে দুই বিদেশি অধ্যাপক অপহৃত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ