Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীন-ফ্রান্স পরমাণু প্রকল্পের বিরুদ্ধে বিক্ষোভ

প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সম্ভাব্য চীনা-ফরাসী পরমাণু প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে চীনের পূর্বাঞ্চলে কয়েক হাজার লোক রাস্তায় নেমেছে। এই ঘটনায় স্থানীয় পুলিশ বিক্ষোভকারীদের ধাওয়া করে পিছু হটিয়ে দেয়। গত সোমবার স্থানীয়রা একথা জানিয়েছে। জনস্বাস্থ্যের ওপর সম্ভাব্য পরমাণু বর্জ্য শোধানাগার কারখানার বিরূপ প্রভাব তুলে ধরে সপ্তাহান্তে লিয়াংগাংয়ের কয়েক হাজার বাসিন্দা সরকারি অফিসগুলোর বাইরে ব্যানার নাড়িয়ে স্লোগান দেয়। লিয়াংগাং সাংহাই থেকে ৪৮০ কিলোমিটার (৩০০মাইল) উত্তরে অবস্থিত। হোটেলের এক কর্মী টেলিফোনে বলেছে, কয়েক হাজার মানুষ এই বিক্ষোভে যোগ দেয়। জু নামে স্থানীয় অপর এক ব্যক্তি বলেন, পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। ফরাসী পরমাণু জ্বালানি সংস্থা আরেভা ২০১২ সালে সুনির্দিষ্ট কোন স্থানের কথা উল্লেখ না করে চীনে একটি পরমাণু বর্জ্য পরিশোধন কেন্দ্র নির্মাণে চীনের রাষ্ট্র পরিচালিত কোম্পানি চায়না ন্যাশনাল নিউক্লিয়ার কর্পোরেশন (সিএনএনসি)-কে সহযোগিতা করতে সম্মত হয়। স্থানীয়রা জানিয়েছেন, জিয়াংসু প্রদেশে অবস্থিত বন্দর নগরী লিয়ানইয়ুংগাংয়ের কাছে সিএনএনসি একটি বৃহৎ পরমাণু শক্তি কেন্দ্র নির্মাণ করছে। তাই এই স্থানে বর্জ্য শোধানাগারটি নির্মিত হওয়ার সম্ভাবনাই বেশি। নাম প্রকাশ না করার শর্তে হোটেলের এক পুরুষ কর্মী বলেন, লিয়ানইয়াংগাংয়ে একটি পরমাণু বর্জ্য প্রক্রিয়াকরণ শোধাণাগার নির্মাণ করা হলে পরবর্তী প্রজন্মের জন্য একটি দুর্যোগের কারণ হিসেবে দেখা দেবে। স্থানীয়দের ক্ষোভ প্রকাশের অধিকার রয়েছে। পুলিশ বিক্ষোভকারীদের ওপর হামলা চালালে তাদের প্রহারে এক বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে বলে গুজব ছড়িয়ে পড়ে। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীন-ফ্রান্স পরমাণু প্রকল্পের বিরুদ্ধে বিক্ষোভ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ