Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলালিংক ও কনসিটো পিআরের চুক্তি স্বাক্ষর

প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার ঃ মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকের গণসংযোগ (পিআর) এজেন্সি হিসেবে চুক্তিবদ্ধ হয়েছে কনসিটো পিআর। গতকাল (বৃহস্পতিবার) বাংলালিংকের প্রধান কার্যালয় টাইগারস ডেন-এ এই চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলালিংকের ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) এরিক অস্ এবং কনসিটো পিআরের ম্যানেজিং ডিরেক্টর মঈন তারিক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।  উভয়পক্ষ দীর্ঘমেয়াদি সম্পর্ক স্থাপনের জন্য একসাথে কাজ করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। এরিক অস্ বলেন, আমাদের গণসংযোগ (পাবলিক রিলেশন) কার্যক্রমের জন্য কনসিটো পিআরকে সহযোগী হিসেবে পেয়ে আমরা আনন্দিত। কনসিটো পিআর এর সাথে আমরা গণসংযোগে নতুন লক্ষ্য অর্জনের আশাবাদ ব্যক্ত করি। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে মঈন তারিক বলেন, টেলিকম ইন্ডাস্ট্রি খুবই চ্যালেঞ্জিং, এই কাজটি হাতে নিতে পেরে আমরা খুবই উচ্ছ্বসিত এবং আমরা আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করে যাব। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলালিংকের সিসিও শিহাব আহমাদ; হেড অফ পিআর এন্ড কমিউনিকেশন, মার্কেটিং, নাফিস আনোয়ার চৌধুরী; পিআর এন্ড কমিউনিকেশন এসোসিয়েট জেনারেল ম্যানেজার, মার্কেটিং, মামুন আর রশীদ; পিআর এন্ড কমিউনিকেশন এসিস্ট্যান্ট ম্যানেজার, মার্কেটিং, আংকিত সুরেকা। কনসিটো পিআরের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চিফ অপারেটিং অফিসার (সিওও) মানজেনো রায়হান খান, হেড অফ স্ট্রাটেজি আদেল আহমেদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলালিংক ও কনসিটো পিআরের চুক্তি স্বাক্ষর
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ