মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
প্রাথমিক বিদ্যালয় ছাড়া সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ছয় মাস পর মাধ্যমিক স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় মঙ্গলবার থেকে পুনরায় খুলে দেওয়া হলো পাকিস্তানে। পাকিস্তান সরকার বলছে, শিক্ষা প্রতিষ্ঠান চালুর পর করোনাভাইরাস যেন ছড়িয়ে যেতে না পারে সেজন্য কঠোরভাবে বিধি-নিষেধ মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেশী দেশ ভারতের তুলনায় পাকিস্তান করোনায় অনেকটাই ভালো অবস্থানে রয়েছে। কারণ, ভারতে এখন পর্যন্ত আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৪৯ লাখ ৩০ হাজার দু’শ ছয়জন এবং মারা গেছে ৮০ হাজার আটশ আটজন। এখনো ণয় লাখ ৯০ হাজারের বেশি মানুষ সে দেশে করোনা আক্রান্ত হয়ে আছে। আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।