Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আড়াইহাজারে ৫শ অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ৫:৪৪ পিএম

আড়াইহাজার উপজেলার পাঁচগাও এলাকার কর্মকার পাড়া মোড়ে ৫ শতাধিক অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যামান আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সোহাগ হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

এ সময় দুপ্তারা ইউনিয়নের পাচঁগাও কর্মকার পাড়ায় পাঁচশত অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়াও অবৈধ সংযোগে ব্যবহৃত পাইপ ও গ্যাস লাইনের রাইজার ও রেগুলেটর জব্দ করা হয়।

উপজেলা নির্বাহি অফিসার মোঃ সোহাগ হোসেন জানান, উপজেলায় নিয়মিত অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণে অভিযান চলবে। তিতাস গ্যাস এর সহায়তার পুরো আড়াইইহাজার উপজেলায় অবৈধ সংযোগ সমূহকে ১৪ টি স্পটে বিভক্ত করা হয়েছে। আগামী দিনগুলোতে এই ১৪ টি স্পটে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে ।

অভিযান পরিচালনা কালে সোনারগাঁও জোনাল অফিসের উপ-ব্যবস্থাপক মোঃ মেজবাউর রহমান উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভ্রাম্যমাণ আদালত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ