গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
স্টাফ রিপোর্টার ঃ রাজধানীর মিরপুর থেকে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর সদস্য সন্দেহে ফাইদুর রহমান (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে মিরপুরের টোলারবাগের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) বিশেষ সুপার মো. আবুল কালাম আজাদ জানান, গার্মেন্টসের ঝুট ও মাছ ব্যবসায়ী ফাইদুর দীর্ঘদিন ধরে ইন্টারনেটের মাধ্যমে হিযবুত তাহরীরের পক্ষে ও সরকারে বিরুদ্ধে প্রচারণা চালিয়ে আসছিল। তার ল্যাপটপে এমন প্রমাণ পাওয়া গেছে। ঢাকাসহ বিভিন্নস্থান থেকে সদস্য সংগ্রহ করা তার দায়িত্ব ছিল। এর আগে ২০১০ সালে তিনি শাহবাগ এলাকা থেকে একবার গ্রেফতার হয়েছিল। তার বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনে মিরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।