পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রংপুর সিটি কর্পোরেশনের ২০২০-২১ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। এতে ৮শ’ ৮৯ কোটি ৫৫ লাখ ৩ হাজার ৫৫৮ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
গতকাল দুপুরে সিটি কর্পোরেশন সম্মেলন কক্ষে এ বাজেট ঘোষণা করেন রসিক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
বাজেটে মোট আয় ধরা হয়েছে ২শ’ ৩৩ কোটি ১৫ লাখ ৮৮ হাজার ৭০ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ২শ’ ৩৩ কোটি ১৫ লাখ ৮৮ হাজার ৭০ টাকা। রসিকের এই বাজেট আলোচনায় প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিয়া, প্যানেল মেয়র মামুদুর রহমান টিটু, প্রধান হিসেব রক্ষণ কর্মকর্তা হাবিবুর রহমানসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাজেট আলোচনায় সিটি মেয়র বলেন, প্রস্তাবিত বাজেটে রসিক রাস্তা উন্নয়ন, আবাসিক ময়লা বর্জ্য প্রক্রিয়াজাতকরণ, শিক্ষার মান উন্নয়ন, পানিবদ্ধতা দূরীকরণ, নাগরিক সুবিধা বৃদ্ধিকরণ, যানজট নিরসনকল্পে বরাদ্দ বাড়ানো হয়েছে। স্বাস্থ্য ও যোগাযোগ উন্নয়নখাতে বিশেষ বরাদ্দ রেখে ৮শ’ ৮৯ কোটি ৫৫ লাখ ৩ হাজার ৫শ’ ৫৮ টাকার বাজেট ঘোষণা করা হল। রংপুর মহানগরীর শ্যামাসুন্দরী খাল সংস্কার ও নগরীর ডিসির মোড় থেকে মডার্ন মোড় পর্যন্ত দৃষ্টিনন্দন আধুনিক মানের বঙ্গবন্ধু সড়ক নির্মাণের পরিকল্পনার কথা জানান মেয়র।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।