নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিশেষ সংবাদদাতা, কক্সবাজার থেকে : চোখের সামনে প্রিয় খাবার দেখলে লোভ সম্বরন করতে পারেন না পিনাক ঘোষ। বার্গারের সঙ্গে চিজ দিয়ে, কিংবা স্যান্ডউইচ পেলে লুকিয়ে লুকিয়ে হলেও খেয়ে ফেলবেন তা। পিনাক ঘোষের এই ভোজন রসিকতার কথা একজন দুইজন হয়ে অনূর্ধ্ব-১৯ দলের সবাই নাকি জেনে গেছে! এই ওপেনার তাই পড়েছেন কঠোর নজরদারিতে! ক্রিকেটিং কোন বিষয়, ডিসিপ্লিন নয়, পিনাক ঘোষের খাবার-দাবারের উপরই একটু বেশি নজর দিতে হচ্ছে টীম ম্যানেজমেন্টকে। পিনাক নিজেই গতকাল অকপটে মিডিয়াকে বলেছেন তাÑ ‘কোচ থেকেই শুরু করে, ট্রেনার, স্যাররা সবাই অনেকভাবে আমাকে পাহারা দেয়ার চেষ্টা করে। বাবুল স্যার (কোচ), শিপন স্যার (বয়স ভিত্তিক দলের নির্বাচক) স্যান্ডউইচ, বার্গার খেতে দেন না। চিকেন কম খেতে হয়। ভাতও অল্প খাই। তবে চুরি করে খেয়ে মাঝে মধ্যে ধরা পড়ে যাই। সবচেয়ে বেশি ধরে শহীদ স্যার (গেম ডেভেলপম্যান্ট কমিটির কর্মকর্তা)। এসে বলেন, খাইতাছোস দেখি? তখন দেখিয়ে দেই।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।